Book Name:Baap Ki Azmat o Shan
ইজ্জত বেশি করবে কারণ তিনি তোমার মায়ের স্বামী এবং তোমার মায়ের মাথার মুকুট। (ফতোওয়ায়ে রযবিয়া ২৪/৩৮৭-৩৯০) সায়্যিদী আলা হযরত ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেছেন যে, যদি পিতামাতার মধ্যে ঝগড়া হয় তবে ছেলে (সন্তান) যেন কখনো পিতার Favour (পক্ষ) নিয়ে মায়ের সাথে এবং মায়ের Favour নিয়ে পিতার সাথে ঝগড়া না করে। ছেলের (সন্তান) কারো সাথে ঝগড়া করার অনুমতি নেই, তার সেখানেও আদবের আঁচল ধরে রাখা অপরিহার্য। (ফতোওয়ায়ে রযবিয়া, ২৪/৩৯০)
প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি মকবুল হজের সাওয়াব
স্মরণ রাখুন! মা-বাবা দুজনই সম্মানীয় সত্তা, দুজনেরই আদব ও সম্মান করুন এবং তাঁদের দিকে ভালোবাসা পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মকবুল হজের সাওয়াব অর্জন করুন। হাদীস শরীফে রয়েছে: যে নেককার সন্তান নিজের পিতামাতার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি মকবুল হজের সাওয়াব লিখে দেন। (শুআবুল ঈমান, বাবু ফি বিররিল ওয়ালিদাইন, ৬/১৮৬, হাদীস: ৭৮৫৬) হজের সাওয়াব ঘরেও বিদ্যমান কিন্তু ভালোবাসার দৃষ্টিও থাকা চাই। আজ সন্তানরা তীক্ষ্ণ দৃষ্টিতে এবং ভীতিপূর্ণ দৃষ্টিতে নিজের পিতামাতার দিকে তাকায়। হাদীস শরীফে রয়েছে: যে নিজের পিতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, সে পিতার সাথে ভালো আচরণ করেনি। (তাফসীরে দুররে মনসুর, পারা ১৫, বনী ইসরাঈল, ২৩নং আয়াতের পাদটিকা, ৫/২৬০)
এমন সন্তানের উপর আফসোস, যার সাথে কথা বলতে পিতামাতা ভয় পান। মা যে সন্তানের সাথে কথা বলতে ভয় পান এই ভেবে যে, কথা বললে ছেলে ঝগড়া করবে, কথা কাটাকাটি করবে। যে মেয়ের সাথে কথা