Book Name:Baap Ki Azmat o Shan
আমি আমার পিতার সম্মান করেছি। যে নিজের পিতার সম্মান করে আল্লাহ পাক তার সন্তানদের অনুগত করে দেন। সুতরাং নিজের পিতাকে ভালোবাসুন, তাদের সম্মান করুন এবং নিজের পিতার নিরুৎসাহিত (Discouragement) করবেন না! কিছু অজ্ঞ মানুষ এমনও আছে যারা নিজের পিতার সাথে কথাও বলে না এবং দেখাও করে না। মা নিজের ছেলেকে ‘আমার প্রিয়’ ইত্যাদি বলে বুকে জড়িয়ে নেয়, ভালোবাসার কথা বলে, পিতা যদিও স্পষ্ট ও খোলাখুলিভাবে এটা বলেন না কিন্তু বাস্তবে তিনিও সন্তানদের ভালোবাসেন, তাই তো সন্তানদের জন্য সবকিছু করেন, তিনি মুখ দিয়ে বলেন না কিন্তু তার অন্তরও সন্তানের ভালোবাসায় পূর্ণ থাকে। অন্তত তাকে Acknowledge (স্বীকার) তো করুন, পিতার ভালোবাসার কখনো তো প্রতিদান দিন। কখনো সন্তানও পিতাকে বলে দিক যে, আজকে আমি যা কিছু হয়েছি আপনার কারণেই হয়েছি, এটা শোনার পর নিশ্চয়ই পিতার চোখে পানি এসে যাবে।
কিছু লোক শুধুমাত্র মায়ের সাথে সম্পর্ক রাখে এবং পিতার সাথে ঝগড়া করে, এমনটা করা উচিত নয়, পিতারও সম্মান ও শ্রদ্ধা করা অপরিহার্য। আল্লাহ পাকের শেষ নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ ইরশাদ করেছেন: পিতা জান্নাতের মধ্যবর্তী দরজা, তোমার ইচ্ছা তুমি তার হেফাজত কর অথবা তাকে ছেড়ে দাও। (তিরমিযী, কিতাবুল বিররি ওয়াস সিলাহ, ৩/৩৫৯, হাদীস: ১৯০৬) এক হাদীসে ইরশাদ করেছেন: সন্তান পিতার হক আদায় করতে পারবে না, এমনকি যদিও সন্তান নিজের পিতাকে গোলাম হিসেবে পেলো এবং তাকে কিনে আজাদ করে দেয়। (মুসলিম, কিতাবুল ইতক, পৃষ্ঠা ৬২৪, হাদীস: ৩৭৯৯) অন্য এক