Baap Ki Azmat o Shan

Book Name:Baap Ki Azmat o Shan

স্থানে হাদীস শরীফে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইরশাদ করেছেন যে, আল্লাহ পাকের সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে এবং আল্লাহ পাকের অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে নিহিত (তিরমিযী, কিতাবুল বিররি ওয়াস সিলাহ, /৩৬০, হাদীস: ১৯০৭) সহজ ভাষায় বলা যায় যে, যার উপর পিতা খুশি তার উপর আল্লাহ পাক খুশি এবং যার উপর পিতা অসন্তুষ্ট তার উপর আল্লাহ পাক অসন্তুষ্ট আল্লাহ পাকের প্রিয় নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  এর দরবারে কেউ উপস্থিত হয়ে আরজ করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ ! আমার উত্তম চরিত্রের সবচেয়ে বেশি হকদার কে? ইরশাদ করলেন: তোমার মা সে আবার আরজ করল: এরপর কে? ইরশাদ করলেন: তোমার মা সে আবার আরজ করল: এরপর কে? তখন তিনি صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  এইবারও এটাই ইরশাদ করলেন: তোমার মা সে আবার আরজ করল: এরপর কে? তখন তিনি صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  ইরশাদ করলেন: তোমার পিতা (বুখারী, কিতাবুল আদব, /৯৩, হাদীস: ৫৯৭১)

নবীয়ে পাক صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  এর সত্যবাদী মুখ থেকে যে কথা বের হয় তা প্রজ্ঞাময় হয়ে থাকে শেষ পর্যন্ত হুযুর আকরাম صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  কেন তিনবার মা সম্পর্কে এবং একবার পিতা সম্পর্কে ইরশাদ করেছেন? এর কারণ বর্ণনা করতে গিয়ে ওলামায়ে কেরাম বলেছেন যে, মায়ের তিনটি অনুগ্রহ রয়েছে: () মা নয় মাস সন্তানকে পেটে লালন করেন () প্রসবের সময়ের কষ্ট সহ্য করেন () সন্তানের প্রতিপালন করেন, আর পিতার একটি অনুগ্রহ রয়েছে যে, তিনি সন্তানের প্রতিপালন করেন (মিরাতুল মানাজিহ, /৫১৫) পিতার যদিও একটি হক এবং মায়ের তিনটি হক আছে কিন্তু এর মানে এই নয় যে, পিতার আদব একেবারেই করবে না, বরং ওলামায়ে কেরাম লিখেছেন: মায়ের খেদমত বেশি করবে এবং পিতার