Book Name:Baap Ki Azmat o Shan
করছি নাকি হারাম? সন্তানদের কীভাবে প্রতিপালন করছি? সন্তানদের কী শেখাচ্ছি? সন্তানদের পড়াশুনোয় কত মনোযোগ দিচ্ছি? সন্তানদের ইসলামী শিক্ষা থেকে কতটুকু পরিচিত করাচ্ছি? সন্তানদের সভ্যতা ও ভদ্রতা কতটুকু শেখাচ্ছি? স্মরণ রাখুন! যে পিতামাতা সন্তানদের জন্য সম্পদ রেখে যায় এবং সন্তানদের ভালো প্রতিপালন না করে, যদি তারা সেই সম্পদ দিয়ে হারাম কাজ করে, তবে পিতামাতাকে আযাব ভোগ করতে হবে। হযরত ওমর ইবনে আব্দুল আযিয رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সম্পর্কে বর্ণিত আছে যে, যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন তখন তার কাছে খুব সামান্য সম্পদ ছিল, কেউ বলল: আপনি আপনার সন্তানদের জন্য কিছুই রেখে যাননি। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কী চমৎকার উত্তর দিলেন যে, যদি আমার সন্তানেরা আল্লাহ পাকের অবাধ্য হয় তবে তাদের জন্য কিছু রেখে যাওয়া ঠিক নয়, কেননা তারা তা খারাপ কাজে খরচ করবে এবং যদি তারা আল্লাহ পাকের অনুগত হয়, তবে আল্লাহ পাক তাদেরকে গায়েবের খাযানা থেকে দান করবেন, তিনি তাদের নিজেই ধনী করে দেবেন এবং তাদের রুযিতে বরকত দেবেন। (ইহইয়াউল উলূম, ৩/২৮৮)
প্রিয় ইসলামী বোনেরা! স্মরণ রাখুন পিতা সেই ছায়াদার বৃক্ষ, যে নিজের উপরে রোদ গ্রহণ করে আর সন্তানদের ছায়া দেয়, দিনরাত কাজ করে, যাতে সন্তানেরা ভালভাবে খেতে পারে, আমরা টের পাই না, কিন্তু পিতা নিজের ইচ্ছা ত্যাগ করে আমাদের খাওয়ায় এবং আমাদের আবদার পূরণ করে, যখন সন্তান বাজারে গিয়ে আবদার করে যে, আব্বু এটা নিবো আর আব্বু দেখে যে, আরে পকেটে এত টাকা নেই কিন্তু সন্তান খুব জেদ