Baap Ki Azmat o Shan

Book Name:Baap Ki Azmat o Shan

মুক্তাটি নিয়ে এই কাজের যে বিশেষজ্ঞ ছিল তাকে দিলেন, সে বাদশাহকে বলল: একটি মুক্তা দিয়ে সৌন্দর্য আসবে না, এর জোড়া দরকার, যখন এই রকম আরেকটি মুক্তা পাওয়া যাবে তখন এর আসল মূল্য হবে বাদশাহ বললেন: আরেকটি মুক্তা খুঁজে বের করো যদিও দ্বিগুণ দাম দিতে হয় তারপর মুক্তা খোঁজা হল কিন্তু কোথাও পাওয়া গেল না, ফিরে এসে লোকেরা সেই ব্যক্তির দরজায় পৌঁছাল, তাকে জিজ্ঞাসা করল: তোমার কাছে কি এই ধরনের আরেকটি মুক্তা আছে? সে বলল: এই ধরনের আরেকটি মুক্তা আছে কিন্তু সেটার জন্য তোমাকে দ্বিগুণ দাম দিতে হবে, সুতরাং তারা সেই ব্যক্তির কাছ থেকে ৬০টি খচ্চরের উপর সোনার বস্তা বিনিময় করে সেই মুক্তা কিনে নিলো (হিলইয়াতুল আওলিয়া, তাউস বিন কায়সান, /, হাদীস: ৩৫৭৩, নাম্বার: ২৪৯) এই ঘটনা থেকে আমরা পিতার খেদমতের পাশাপাশি এটাও শিখতে পারলাম যে, নিঃসন্দেহে যে অল্প সম্পদে বরকত থাকে, সেটা সেই বেশি সম্পদ থেকেও ভালো যা হারাম হয় এবং বরকত শূন্য নয় যাই হোক এই ছেলেটি পিতার খেদমত করল, আর আল্লাহ পাক তাকে গায়েবের খাযানা থেকে সম্পদশালী করে দিলেন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

প্রিয় ইসলামী বোনেরা! এই ঘটনায় পিতামাতা এবং সন্তান উভয় পক্ষের জন্য শিক্ষা রয়েছে পিতামাতা বলেন যে, সন্তানদের জন্য অনেক কিছু রেখে যেতে হবে, আরে ভাই! সন্তানদের জন্য তো উপার্জন করছি, সন্তানদের জন্য ঘর বানাচ্ছি, ফ্যাক্টরি বানাচ্ছি, কারখানা বসাচ্ছি, দোকান খুলছি, ব্যবসা জমাচ্ছি, প্লট কিনছি, সন্তানদের জন্য এই সবকিছু চিন্তা করা হয় কিন্তু এটা চিন্তা করা হয় না যে, সন্তানদের জন্য হালাল উপার্জন