Baap Ki Azmat o Shan

Book Name:Baap Ki Azmat o Shan

সহকারে বয়ান শুনবো ó বয়ান শুনে এর উপর আমল করার চেষ্টা করবো ó বয়ানের যতটুকু অংশ মনে থাকবে, তা অপরের নিকট পৌঁছে দিয়ে ইলমে দ্বীন প্রসারের সাওয়াব অর্জন করবো اِنْ شَآءَ الله

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী বোনেরা! পিতা-মাতার খেদমত করা অনেক বড় সৌভাগ্য, কিছু লোক মা-বাবার খেদমত বরকত থেকে অনেক দূরে রয়ে যায়, তারা এই বিষয়টি বুঝতে পারে না যে, তাঁরা কত বড় সত্তা মায়ের সম্পর্কে তো আমরা অনেক শুনতে পাই যে, মায়ের দোয়া জান্নাতের পথ খুলে দেয় মায়ের কদমের নিচে জান্নাত রয়েছে (মুসনাদে শিহাব, /১০২, হাদীস: ১১৯) মায়ের কদমকে জান্নাতের চৌকাঠ বলা হয়েছে (দুররে মুখতার, কিতাবুল হাযার ওয়াল ইবাহা, /৬০৬) মা, মা- হয়ে থাকে, এতে কোন সন্দেহ নেই যে, মায়ের সাথে কারও তুলনা করা যায় না, দুনিয়াতে মায়ের কোন বিকল্প নেই, কিন্তু পিতার খেদমত, সম্মান শ্রদ্ধার দিক থেকে সেই জিনিস দেখা যায় না যা আসা উচিত এবং পিতার সাথে ততটুকু ভালোবাসা প্রকাশ করা হয় না, অথচ আমাদের জীবনে পিতার এক বিশেষ গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আসুন! পিতার খেদমত সম্পর্কিত একটি আকর্ষণীয় কাহিনী শুনি:

পিতার খেদমত ছেলেকে ধনী বানিয়ে দিল

এক ব্যক্তির চার ছেলে ছিল, সে অসুস্থ হয়ে পড়লে তার এক ছেলে তার ভাইদের সামনে একটি খুব অদ্ভুত ফর্মুলা উপস্থাপন করল যে, তোমরা তিনজন মিলে আব্বার সেবা করো, যেহেতু তোমরা এত বড় নেকি উপার্জন করবে সেহেতু উত্তরাধিকার থেকে অংশ নিও না অথবা আমাকে এই কাজটি দাও যে, আমি আব্বার সেবা করবো, সব খেদমত আমিই