Baap Ki Azmat o Shan

Book Name:Baap Ki Azmat o Shan

বলতে মা ভয় পান, এমন ছেলে মেয়ে কোন কাজের? হওয়া উচিত ছিল যে, যখন মা-বাবা কোন কথা বলবেন তখন লাব্বাইক ধ্বনি আসবে, এই আচরণ আমাদের শরীয়ত শেখায় কিন্তু আজকের সন্তানরা এই কথা বোঝে না

যদি পিতামাতা অসন্তুষ্টিতে মারা যান তবে কী করবে?

যার মা-বাবা অসন্তুষ্টির অবস্থায় মারা গেছেন, সে তাঁদের জন্য প্রচুর পরিমাণে মাগফিরাতের দোয়া করবে, কেননা মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় উপহার হলো মাগফিরাতের দোয়া এবং তাঁদের পক্ষ থেকে প্রচুর পরিমাণে ইসালে সাওয়াব করবে সন্তানদের পক্ষ থেকে ধারাবাহিকভাবে নেকীর উপহার পৌঁছতে থাকলে, আশা করা যায় যে, মৃত পিতামাতা সন্তুষ্ট হবেন, রাসূলুল্লাহ صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  ইরশাদ করেছেন: যার মা-বাবা দুজনই বা তাঁদের একজন ইন্তেকাল করেছেন এবং সে তাঁদের অবাধ্য ছিল, এখন যদি সে তাঁদের জন্য সবসময় ইস্তিগফার করতে থাকে তবে আল্লাহ পাক তাকে নেককারদের মধ্যে লিখে দেন (শুআবুল ঈমান, /২০২, হাদীস: ৭৯০২)

জুমার দিন মা-বাবার কবর যিয়ারতের সাওয়াব

রাসূলে পাক صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  ইরশাদ করবেন: যে নিজের মা-বাবা দুজনের বা একজনের কবর যিয়ারতের জন্য প্রতি জুমার দিন উপস্থিত হয়, আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করে দেবেন এবং তাকে মা-বাবার সাথে ভালো আচরণকারী হিসেবে লিখে দেওয়া হবে (জামে সগীর লিস সুয়ূতী, হাদীস: ৮৭১৮, পৃষ্ঠা ৫২৮)