Book Name:Baap Ki Azmat o Shan
যান। সন্তান বলে যে, আমি তো Chance (সুযোগ) ই পাইনি, শেষ সময় পর্যন্ত পিতাই আমাদের খাইয়েছেন, পিতাই আমাদের উপর মেহেরবানী করেছেন, আমাদের মা-ই আমাদের উপর মেহেরবানী করেছেন, আরে আমাদের তো সুযোগই দেওয়া হয়নি যে, আমরা তাদের কিছু খেদমত করতে পারতাম।
নিশ্চয়ই সে দুর্ভাগা, যাকে পিতা বা মাতার খেদমতের সুযোগ দেওয়া হয়েছে এবং সে বলে যে, আমি এই বৃদ্ধ বা বৃদ্ধার কারণে পেরেশান হয়ে গেছি। এত টাকা মা-বাবার উপর খরচ করব? থু এমন সন্তানের উপর, যে নিজের পিতামাতার খেদমত করাকে বোঝা মনে করে। আল্লাহর কসম! এটা আমাদের টাকার সৌভাগ্য যে, তা পিতামাতার জন্য খরচ হবে, কারণ সারা জীবন তারাই তো খরচ করেছেন, যা কিছু দিয়েছেন তারাই দিয়েছেন। আমরা যা কিছু হয়েছি এবং আমাদের যা সম্মান, খ্যাতি ও সম্পদ হয়েছে এ সবই মা-বাবার দান এবং এতে পিতার অনেক বড় ভূমিকা রয়েছে। আর আমাদের অবস্থা এমন যে, আমরা কখনো কখনো পিতার কৃতজ্ঞতাও আদায় করি না। আমার মা আমাকে খাওয়ান, আমার মা আমাকে পান করান, আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরেন, আমার মা আমাকে সবকিছু এনে দেন, কাজেই একটু চিন্তা করুন তো যে, সেই মাকে টাকা কে দেয়? উপার্জন করে কে আনে? পিতা সারা ঘরের স্তম্ভ হয়ে থাকে কিন্তু কেউ তার কৃতজ্ঞতা আদায় করে না এবং তার কষ্ট বোঝে না। পিতা সারা ঘরের উপকারী এবং পুরো ঘরের জন্য ছায়াদার বৃক্ষ হয়ে থাকেন, যিনি বেচারা পরিশ্রম করেন, আমাদের ছায়া দেন, আমাদের অনুগ্রহ করেন, আমাদের কাছে যা কিছু আছে তা আমাদের পিতারই দান। নবী