Book Name:Baap Ki Azmat o Shan
নিয়ে খেলে বেড়ায় কিন্তু বৃদ্ধ ও দুর্বল পিতার হাতে দু-চারটে টাকা রাখতে রাজি হয় না, অথচ কারো কারো অবস্থা এমন হয় যে, মায়া করে বৃদ্ধ পিতাকে টাকা দেয় তো বটে কিন্তু তার আগে হাজারটা খোঁটা শুনতে হয়। এই বাক্যগুলো আমরা প্রায়ই শুনতে পাই যে, আব্বু এই টাকা আমার আর এইগুলো আপনার, আর কত দেবো? বারবার কেন চেয়ে থাকেন? কিছুদিন আগেই তো দিয়েছিলাম? এত তাড়াতাড়ি টাকা শেষ করে ফেলেছেন? সব কি আপনাকে দিয়ে দেবো? এখন মাস শেষ হওয়ার আগে টাকা চেয়ে বসবেন না।
পিতার অবস্থা এমন ছিল যে, তিনি নিজের উপার্জন দিয়ে আমাদের খাইয়ে খুশি হতেন, তার টাকায় যখন আমরা আরাম-আয়েশ করতাম তখন তিনি কখনো খারাপ মনে করতেন না। তিনি আমাদের খাওয়ানোর সময় কখনো বলেননি যে, আমাকে বাড়ি বিক্রি করতে হবে। তিনি নিজের গ্রাস থামিয়ে আমাদের মুখে তুলে দিতেন, পিতা নিজে নতুন পোশাক কম পরিধান করতেন কিন্তু আমাদের জন্য নতুন নতুন পোশাক ও নতুন নতুন জুতো এনে দিতেন, যা আমরা চাইতাম আমাদের পিতা তা পূরণ করতেন, আমরা কি কখনো ভেবেছি যে, আমাদের পিতা নিজের জন্য কবে কিছু কিনেছেন? কখনো বলেছেন কি যে, বেটা আজ এই জুতো গুলো খুব পছন্দ হয়েছে, আমি নিজের জন্য এনেছি, আরে না না, বরং পিতার মুখে সবসময় এটাই থাকত যে, আমি আমার ছেলের জন্য এনেছি, আমার মেয়ের জন্য এনেছি, আমার স্ত্রীর জন্য এনেছি।
মা-বাবা অসাধারণ সত্তা, তারা নিজের জন্য নয়, নিজের সন্তানদের জন্য বাঁচেন এবং যখন সন্তান বড় হয়ে মা-বাবার সাথে বেয়াদবি ও খারাপ