Khwaja Gareeb Nawaz Aur Neki Ki Dawat

Book Name:Khwaja Gareeb Nawaz Aur Neki Ki Dawat

খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দ্বীন প্রচার ধরন

            প্রিয় ইসলামী ভাইয়েরা! নিশ্চয়ই খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একজন কারামত সম্পন্ন অলি, তিনি কারামত দেখিয়ে অনেক অমুসলিমকে মুসলশান করেছেন, এরই সাথে ভারতবর্ষে ইসলামের নূর প্রসারে খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নম্রতা, সহানুভূতি ও নৈতিক আচরনের অনেক বড় ভূমিকা রয়েছে। খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রথম প্রথম যখন ভারতবর্ষে আগমন করেন, তখন সেখানকার অমুসলিম বাদশাহ
مَعَاذَ الله তাঁকে কষ্ট দেয়ারও অনেক চেষ্টা করেছে, দ্বীন প্রচারের পথে বাধাও দেয়া হয়েছে, কখনো খাজা সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জন্য পানি বন্ধ করার চেষ্টা করা হয়েছে, কখনো তাঁকে ভারতবর্ষ থেকে বের করার চেষ্টা করা হয়েছে, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যেই জায়গায় অবস্থান করতেন, সেখান থেকে তাঁকে তুলেও দেয়া হয়েছে, কিন্তু তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হিম্মত হারাননি, অটলতার সহিত, সদাচারণের সহিত, নম্রতার সহিত, কৌশলে দ্বীনের প্রচার করতে থাকেন, বাঁধা প্রদানকারীরা তাঁর মুবারক লক্ষ্যের সামনে প্রতিবন্ধকতা তৈরি করতে থাকে, কিন্তু খাজা গরীবে رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর অবিচলতার সামনে কোন বাধা প্রতিবন্ধক হতে পারেনি এবং ভারতবর্ষে ইসলামের আলো ছড়িয়ে গেলো

 

সদাচারণ দেখে অমুসলিম মুসলমান হয়ে গেলো

            একবার এক ব্যক্তি খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খেদমতে উপস্থিত হলো এবং আরয করলো: দীর্ঘদিন যাবত কদমবুচি করার (হাত পা চুম্বন করা অর্থাৎ আপনার খেদমতে উপস্থিত হওয়ার) আশা ছিলো, শুকরিয়া যে, আজ সেই নেয়ামত অর্জিত হলো

 

            اَللهُ اَكْبَرُ আল্লাহ ওয়ালাদের শানই অনন্য, এই লোকটি অমুসলিম ছিলো এবং খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে مَعَاذَ الله হত্যা করার উদ্দেশ্যে এসেছিলো, কিন্তু মুখে চাটুকারিতার কথা বলছিলো, খাজা সাহেব তো খাজা সাহেবই, তিনি তার কথা শুনে বললেন: যে উদ্দেশ্যে এসেছো, সেই কাজটি করো! ব্যস এতটুকু শুনতেই সে লোকটি ভয়ে কাঁপতে লাগলো এবং মাটিতে লুটিয়ে পড়লো, সে বিনীতভাবে আরয করলো: জনাব! আমার এমন কোন উদ্দেশ্য ছিলো না, আমাকে অমুক ব্যক্তি প্রলুব্ধ করে পাঠিয়েছিলো, একথা বলে সে বগলের নিচে লুকানো খঞ্জর বের করলো এবং তাঁর সামনে রেখে দিলো

            খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শান দেখুন! তিনি বললেন: কারো নাম নিও না! কারো গোপনিয়তা প্রকাশ করো না...!

 

            سُبْحٰنَ الله! প্রথমে সেই লোকটি খাজা সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কারামত দেখেছিলো, এখন দোষ গোপনের শানও দেখে নিলো, এখন তো সে তাঁর ভক্ত হয়ে গেলো, সে তার মাথা খাজা সাহেব رَحْمَۃُ اللهِ