Book Name:Khwaja Gareeb Nawaz Aur Neki Ki Dawat
গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর আলোচনা কেন করো? * তুমি ফয়যানে আলা হযরতের স্লোগান দাও কেন? اِنْ شَآءَ الله প্রত্যেক রাসূল প্রেমিক, প্রত্যেক অলী প্রেমিক এটাই বলবে যে, আমি এই নেক লোকদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ভালোবাসি, اِنْ شَآءَ الله যদি আল্লাহ পাক চান, তবে এই নেককার লোকদের ভালবাসারই বরকতে আমরা তাঁদের পেছনে পেছনে জান্নাতে পৌঁছে যাবো। হাদীসে পাকে রয়েছে: اَلْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ (কিয়ামতের দিন) মানুষ তার সাথেই থাকবে, যাকে সে ভালোবাসে। (মুসলিম, কিতাবুল বিরের ওয়াস সিলা, ১০১৮ পৃষ্ঠা, হাদীস ২৬৪০)
আল্লাহ পাক আউলিয়ায়ে কিরামদের সাথে আমাদের ভালবাসাকে সদা অটুট রাখো বরং আরও দৃঢ় করো। আহ! আমরা যেনো মৃত্যুর পূর্ব পর্যন্ত সকল সাহাবা ও আহলে বাইত এবং সকল আউলিয়ায়ে কিরামের رَحِمَہُمُ اللهُ السَّلَام প্রতি শ্রদ্ধাশীল ও বিশ্বস্ত থাকি। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
আমীরে আহলে সুন্নাতের খাজা গরীব নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর প্রতি ভালোবাসা
اَلْحَمْدُ لِلّٰه শায়খে তরীকত, দা’ওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা, হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ সকল সাহাবা ও আহলে বাইত عَلَیْہِمُ الرِّضْوَان ও আউলিয়ায়ে কিরামের رَحِمَہُمُ اللهُ السَّلَام প্রতি অগাধ ভালবাসা ও ভক্তি পোষণ করেন, খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর প্রতিও তার ভালবাসা অতুলনীয়। আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে অগাধ ভালোবাসেন, তিনি তাঁর নাতের কিতাব ওয়াসায়িলে বখশীশে খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর তিনটি মানকাবাত লিখেছেন এবং তিনি খাজা সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কারামত সম্বলিত একটি পুস্তিকাও রচনা করেছেন, যার নাম হলো: ভয়ঙ্কর জাদুকর। اَلْحَمْدُ لِلّٰه আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রতি বছর খাজা সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর উরস শরীফ উপলক্ষে ষষ্টি শরীফের সাথে সম্পর্ক রেখে ৬ টি মাদানী মুযাকারার ব্যবস্থা করেন, এই মাদানী মুযাকারায় আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ মাঝেমাঝে খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সহ অন্যান্য আউলিয়ায়ে কিরামে رَحِمَہُمُ اللهُ السَّلَام কল্যণাময় আলোচনাও করে থাকেন আর পাশাপাশি অলি প্রেমিকদের নেকীর দাওয়াতের মাদানী ফুলও প্রদান করেন।
আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর খাজা গরীবে নেওয়াযের প্রতি ভালবাসার আরেকটি অনন্য ধরন এটাও যে, তিনি মাদানী মুযাকারার পূর্বে জুলুসে খাজার ব্যবস্থা করেন, যাতে খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শানে স্লোগানও দেয়া হয় এবং মানকাবাতও পাঠ করা হয়। আল্লাহ পাক এই ভালোবাসাকে সালামত রাখো, খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সদকায় আমীরে আহলে সুন্নাত