Khwaja Gareeb Nawaz Aur Neki Ki Dawat

Book Name:Khwaja Gareeb Nawaz Aur Neki Ki Dawat

عَلَیْہِ এর পায়ে রেখে দিলো এবং আরয করলো: জনাব! আমি শাস্তির যোগ্য, আমাকে শাস্তি দিন! খাজা গরীব নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: হে প্রিয়! আমাদের রীতি হলো যে, যারা আমাদের সাথে অসদাচরণ করে, আমরা তার সাথে সদ্ব্যবহার করি। একথা বলে তিনি তার মাথা উপরে তুললেন। একই বৈঠকে এতো দয়া, এতো উচ্চ নৈতিকতা ও আচরণ দেখে তো সেই লোকের হৃদয়ের জগত উলটপালট হয়ে গেলো, তার হৃদয়ে খাজা সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর প্রতি ভক্তি গেঁথে গেলো, অতএব হত্যার উদ্দেশ্যে আগত অমুসলিম খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর হাত মোবারকে তাওবা করলো, কালেমা পাঠ করলো এবং তাঁর গোলামীতে অন্তর্ভূক্ত হয়ে গেলো।

(খাজা আজমীর, ৬৬-৬৭ পৃষ্ঠা)

 

অসদাচণের উত্তর সদাচরণ দ্বারা প্রদানকারী

            হে আশিকানে রাসূল! আপনারা শুনলে যে, আল্লাহ পাকের নেককার বান্দাদের চরিত্র কিরূপ অনন্য ছিলো, আল্লাহ ওয়ালাদের এরূপ মুবারক ধরন যে, অসদাচারণের উত্তর অসদাচারণ দ্বারা নয় বরং সদাচরণ দ্বারা দিতেন, আল্লাহ পাক আমাদেরও তৌফিক দান করো। আমিন

            কুরআনে করীমে ইরশাদ হচ্ছে:

اِدْفَعْ  بِالَّتِیْ  ہِیَ اَحْسَنُ السَّیِّئَۃَ ؕ

(পারা ১৮, মুমিনুন, আয়াত ৯৬)                            কানযুল ঈমান থেকে অনুবাদ: সর্বোত্তম পূণ্য দ্বারামন্দের মোকাবেলা করো

 

            হে আশিকানে রাসূল! আল্লাহ ওয়ালাদের এই উচ্চ নৈতিকতাই, যা দেখে অমুসলিমরা কালেমা পাঠ করতো, এই উচ্চ নৈতিকতার মাধ্যমেই দ্বীন ইসলামের আলো গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে * আহ! আমাদেরও যেনো নেকীর দাওয়াত প্রসার করার প্রেরণা নসীব হয়ে যায় * আহ! আমাদেরও যেনো উত্তম চরিত্র নসীব হয়ে যায় * আমরাও যেনো ক্ষমাশীল হয়ে যাই * যারা আমাদের সাথে অসদাচরণ করে, তাদের সাথে যেনো সদাচরণ করতে পারি * আহ! আহ! আমাদের চরিত্র যেনো সুন্দর হয়ে যায় এবং নম্রতার সিহত, ভালোবাসার সহিত, কৌশলের সহিত নেকীর দাওয়াতের সাড়া জাগানোকারী হয়ে যাই

 

সবচেয়ে উত্তর বিষয়

            ২৪তম পারা, সূরা হা-মীম সিজদা, ৩৩নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:

 

وَ مَنْ اَحْسَنُ  قَوْلًا  مِّمَّنْ دَعَاۤ  اِلَی اللّٰہِ  وَ عَمِلَ  صَالِحًا

(পারা ২৪, হা-মীম সিজদা, আয়াত ৩৩)              কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং তার চেয়ে কার কথা অধিক উত্তম, যে আল্লাহর প্রতি আহ্বান করে এবং সৎকর্ম করে

 

            এক উক্তি অনুযায়ী এই আয়াতে করীমায় বলা হয়েছে যে, সকল মুসলমান, যারা নেক আমল করে এবং অপরকে নেকীর দাওয়াত দেয়, এই বিষয়টি সবচেয়ে উত্তম মুফতী আহমদ ইয়ার খান