Khwaja Gareeb Nawaz Aur Neki Ki Dawat

Book Name:Khwaja Gareeb Nawaz Aur Neki Ki Dawat

বরকত নসীব হবে। ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো: সাপ্তাহিক ইজতিমা। * প্রত্যেক বৃহস্পতিবার ইশার নামাযের পর অমুক জায়গায় (যেমন; ফয়যানে মদীনা) দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমা হয়ে থাকে, এতে তিলাওয়াত, নাত, সুন্নাতে ভরা বয়ান, যিকির ও ভাবাবেগপূর্ণ দোয়া করানো হয়ে থাকে। * আপনাদের নিকট অনুরোধ * আপনারাও সাপ্তাহিক ইজতিমায় নিয়মিত অংশগ্রহন করুন! * দ্বীনি ইজতিমায় বসা এবং যিকিরকারীদের তো অনন্য শান হবে! হাদীসে পাক অনুযায়ী যারা তাদের পাশে বসে যাবে, তারাও দূর্ভাগা থাকবে না। (মুসলিম, কিতাবুয যিকির ওয়াদ দোয়া, ১০৩৭ পৃষ্ঠা, হাদীস ২৬৮৯) * اَلْحَمْدُ لِلّٰه সাপ্তাহিক ইজতিমায় যিকির হয়ে থাকে * ইলমে দ্বীন শিখা যায় * নেককারদের সাহচর্যে বসা এবং * মসজিদে সময় অতিবাহিত করা নসীভ হয়ে থাকে * একটি গুরুত্বপূর্ণ বরকত হলো যে, দ্বীনি ইজতিমার জন্য যাওয়াও আল্লাহর পথেই বের হওয়া, সাপ্তাহিক ইজতিমায় আসলে তবে اِنْ شَآءَ الله ঘর থেকে বের হওয়া থেকে ফিরে আসা পর্যন্ত সম্পূর্ণ সময় আল্লাহর পথে বলে বিবেচিত হবে * প্রত্যেক বৃহস্পতিবার নিয়মিত সাপ্তাহিক ইজতিমায় প্রথম থেকে শেষ পর্যন্ত অংশগ্রহনের নিয়্যত করে নিন!

 

স্পোর্টস ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ বিভাগ

            اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামী ৮০টিরও বেশি বিভিন্ন বিভাগে দ্বীনের খেদমতের কাজ করে যাচ্ছে, দা’ওয়াতে ইসলামী যেমনিভাবে বিভিন্ন সেক্টরের সাথে সম্পৃক্ত লোকদের মাঝে নেকীর দাওয়াত প্রসার করছে, তেমনিভাবে খেলাধুলার সাথে সম্পৃক্ত খেলোয়াড়দের সংশোধন ও প্রশিক্ষণের জন্যও একটি “স্পোর্টস ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ” নামে একটি বিভাগও প্রতিষ্ঠা করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো, খেলাধুলার সাথে জড়িত লোকদের নেকীর দাওয়াত দেয়া এবং তাদেরকে দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত করে এই মাদানী উদ্দেশ্য “আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে” অনুযায়ী জীবন যাপন করার মানসিকতা সৃষ্টি করা। اَلْحَمْدُ لِلّٰه অনেক খেলোয়াড় ও তাদের পরিবারকে নেকীর দাওয়াত দেয়া এবং তাদেরকে দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সংযুক্ত করে এই মাদানী উদ্দেশ্য “আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে” এর মানসিকতা দেয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

তাওয়াক্কুল ও অল্পেতুষ্টির মাদানী ফুল

            প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! তাওয়াক্কুল ও অল্পেতুষ্টির ব্যাপারে কয়েকটি মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী লক্ষ্য করুন: (১) ইরশাদ করেন: অল্পেতুষ্টি হলো অন্তহীন ধনভান্ডার (আয-যুহুদুল কবীর, ৮৮ পৃষ্ঠা, হাদীস ১০৪) (২) ইরশাদ করেন: নিঃসন্দেহে সে ব্যক্তি সফলকাম হয়ে গেছে, যে ইসলাম গ্রহণ করেছে এবং তাকে পর্যাপ্ত পরিমাণে