Book Name:Khwaja Gareeb Nawaz Aur Neki Ki Dawat
জীবিকা দেয়া হয়েছে আর আল্লাহ পাক
তাকে যা দিয়েছেন তাতে অল্পেতুষ্টতাও দান করেছেন। (মুসলিম , কিতাবুয যাকাত, ৪০৬ পৃষ্ঠা, হাদীস ২৪২৭) * মানুষ যা কিছু আল্লাহ
পাকের পক্ষ থেকে পেয়েছে, তার উপর সন্তুষ্ট হয়ে জীবনযাপন করে লোভ-লালসা
ত্যাগ করাকে অল্পেতুষ্টি বলে। (জান্নাতি জেওর, ১৩৬ পৃষ্ঠা) * দৈনন্দিন ব্যবহৃত জিনিস না থাকা
অবস্থায় সন্তুষ্ট থাকাই হলো অল্পেতুষ্টি। (আত তা'রীফাত লিজ জুরজানি, ১২৬ পৃষ্ঠা)
* তাওয়াক্কুলের তিনটি
স্তর রয়েছে: (১) আল্লাহ পাকের সত্তার উপর ভরসা করা (২) তাঁর আদেশের সামনে নত স্বীকার
করা। (৩) নিজের সমস্ত বিষয়াদী তাঁর নিকট সমর্পন করা। (রিসালায়ে কুশেরিয়া, ২০৩ পৃষ্ঠা)
* দুনিয়াবী বিষয়াদীতে অল্পেতুষ্টি
ও ধৈর্যধারণ করা ভালো কিন্তু আখিরাতের বিষয়াদীতে লোভ এবং অধৈর্যতা সর্বোত্তম, দ্বীনের
কোন স্তরে পৌঁছে অল্পেতুষ্ট হয়ো না, এগিয়ে যাওয়ার চেষ্টা করো।
(মিরআতুল মানাজিহ, ৭/১১২)
তাওয়াক্কুল ও অল্পেতুষ্টির অবশিষ্ট মাদানী ফুল তরবিয়্যতী হালকায় বয়ান করা হবে অতএব এগুলো জানতে তরবিয়্যতী হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন।
(আফযালুস সালাওয়াতি আ’লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)
(২) সমস্ত গুনাহের ক্ষমা:
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍوَّعَلٰى اٰلِهٖ وَسَلِّمْ
হযরত সায়্যিদুনা আনাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দরূদ শরীফ