Khwaja Gareeb Nawaz Aur Neki Ki Dawat

Book Name:Khwaja Gareeb Nawaz Aur Neki Ki Dawat

ছিলো, পীর ও মুর্শিদ বললেন: এগুলো নিয়ে যাও এবং গরীবদের বন্টন করে দাও। আমি সেই আশরাফি গরীবদের মাঝে বন্টন করে দিলাম। (হিন্দ কে রাজা, ৭১ পৃষ্ঠা)

 

            اَلْحَمْدُ لِلّٰه হে আশিকানে রাসূল! ভেবে দেখুন! এটি খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর তাঁর পীর সাহেবের সাথে প্রথম সাক্ষাত আর এতেই ১৮ হাজার জগত তাঁর সামনে প্রকাশ হয়ে গেলো, তো এরপর তিনি যা কিছু ইবাদত করেছেন, পীর ও মুর্শিদের সাহচর্য থেকে ফয়েয লাভ করেছেন, তাতে তো জানিনা কোন কোন মর্যাদা নসীব হয়েছে।

 

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সালামের উত্তর প্রদান করলেন

            খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর পীর ও মুর্শিদের অনুগ্রহের কথা উল্লেখ করতে গিয়ে বলেন: একবার পীর ও মুর্শিদের সাথে পবিত্র হেরেমে কাবায় হাজিরী নসীবে হলো, পীর ও মুর্শিদ আমার হাত ধরলেন এবং আমাকে আল্লাহ পাকের নিকট সমর্পন করে দিলেন। এরপর মিযাবে রহমতের নিচে দাঁড়িয়ে আমার জন্য হৃদয়গ্রাহী দোয়া করলেন, অদৃশ্য থেকে আওয়াজ এলো: আমি মঈনুদ্দিনকে কবুল করে নিলাম।

(হিন্দ কে রাজা: ৭২ পৃষ্ঠা)

 

            খাজা সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরও বলেন: মক্কা মুকাররমার বরকত অর্জন করার পর পীর ও মুর্শিদ সেই নুরানী নগরীর দিকে অগ্রসর হলেন, যা সমগ্র বিশ্বজগতের ভালবাসার কেন্দ্রস্থল, অর্থাৎ আমরা মদীনায়ে মুনাওয়ারার নূরানী পরিবেশের দিকে রওয়ানা হলাম, যখনই মদীনা তায়্যিবার নূরানী ঘরবাড়ির প্রতি দৃষ্টি পড়লো, তখন আবেগ আপ্লুত হয়ে হৃদয়ের অবস্থা পরিবর্তন হয়ে গেলো, এই প্রিয় ভূমির ধুলো চোখে লাগালেন, তা চুম্বন করলেন এবং হৃদয়কে প্রশান্ত করলেন। এখন উভয় জগতের সুলতান, রহমতে কাওনাইন صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মাহন দরবারে উপস্থিত হলেন, যখন মুওয়াজাহা শরীফে (অর্থাৎ শেষ নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নূরানী চেহারার সামনে) পৌঁছলেন, তখন পীর ও মুর্শিদ বললেন: উভয় জগতের মালিক ও মুখতার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সমীপে সালাম আরয করো! আমি পরম আদব ও শ্রদ্ধার সহিত ভালোবাসা পূর্ণ সালাম আরয করলাম। নূরানী রওযা থেকে আওয়াজ এলো: وَعَلَيْكُمُ السلام হে কুতুবুল মাশায়িখ!

            ব্যস এই উত্তরটি শুনার সাথে সাথে পীর ও মুর্শিদ সিজদায়ে শোকর আদায় করলেন এবং আমাকে বললেন: এখন তুমি পরিপূর্ণতায় পৌঁছে গেছো (হিন্দ কে রাজা, ৭২ পৃষ্ঠা)

            سُبْحٰنَ الله! হে আশিকানে আউলিয়া! উৎসর্গিত হয়ে যান! কিরূপ শান আমাদের খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর! হযরত খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দীর্ঘ ২০ বছর তাঁর পীর ও মুর্শিদের খেদমতে উপস্থিত ছিলেন, খাজা সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বয়স মুবারক যখন প্রায় ৫২ বছর ছিলো তখন তিনি তাঁর পীর ও মুর্শিদ থেকে বিদায় নেন। অবশেষে পীরে কামিল হযরত খাজা উসমান হারওয়ানী رَحْمَۃُ