Khwaja Gareeb Nawaz Aur Neki Ki Dawat

Book Name:Khwaja Gareeb Nawaz Aur Neki Ki Dawat

اللهِ عَلَیْہِ তাঁকে খেলাফত দ্বারা ধন্য করেন, অতঃপর কিছু তাবাররুক দান করে বললেন: এই তাবাররুক গুলো আমার পীর সাহেবের স্মৃতি, যা রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم থেকে আমার নিকট পৌঁছেছে, এখন আমি তা তোমাকে দিচ্ছি। এগুলো এভাবেই নিজের নিকট সংরক্ষণ করে রাখিও যেভাবে আমি সংরক্ষণ করে রেখেছি।

            এটা বলে পীরে কামিল তাঁর কামিল মুরীদ খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বুকের সাথে লাগালেন, মাথা এবং চোখে চুমু দিলেন আর বললেন, আমি তোমাকে আল্লাহর নিকট সমর্পন করলাম।

(হিন্দ কে রাজা, ৭২-৭৩ পৃষ্ঠা)

 

খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এবং নেকীর দাওয়াত

            প্রিয় ইসলামী ভাইয়েরা! খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর অসংখ্য গুণাবলী ও বৈশিষ্টের মধ্যে একটি উল্লেখযোগ্য গুণ হলো যে, হযরত খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হলেন ইসলাম প্রচারক। ওলামাগণ বলেন: ভারতবর্ষ এমন একটি স্থান, যেখানে কোনো নবী عَلَیْہِ السَّلَام আগমন করেননি, তাই দ্বীন প্রচারের প্রয়োজনীয়তা ছিলো অত্যন্ত বেশি, হযরত খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিঃসন্দেহে নবী তো নন, তিনি নবীদের নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মত আল্লাহ পাকের সর্বশেষ নবী, মক্কী মাদানী, মুহাম্মদ আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمই খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে ভারতবর্ষে ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছিলেন। যেমনটি

 

খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ভারতবর্ষে আগমন

            বর্ণিত আছে: খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তার পীর ও মুর্শিদ খাজা উসমান হারওয়ানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দরবার থেকে বিদায় নেয়ার পর, মদীনা মুনাওয়ারায় উপস্থিত হন এবং সেখানেই প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বরকতময় শহরে ইবাদত ও রিয়াযতে মগ্ন হয়ে গেলেন, একদিন তিনি রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পক্ষ থেকে এই সুসংবাদ পেলেন যে, হে মঈনুদ্দিন! তুমি হলে আমার দ্বীনের মঈন (অর্থাৎ সাহায্যকারী), আমি তোমাকে ভারতবর্ষের বিলায়ত দান করলাম, আজমীর যাও! তোমার মাধ্যমে বেদ্বীনি দূর হবে এবং ইসলামের মর্যাদা বৃদ্ধি পাবে।

(হিন্দ কে রাজা, ৭৫ পৃষ্ঠা)

 

            অতএব খাজায়ে আজমীর, খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আজমীর শরীফে চলে আসেন, দ্বীন ইসলামের প্রচার শুরু করে দিলেন, তার নিরন্তর প্রচেষ্টায় মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে লাগলো, اَلْحَمْدُ لِلّٰه আমাদের আক্বা, খাজা গরীবে নেওয়ায
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ৯০ লক্ষ অমুসলিমকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন।