Khwaja Gareeb Nawaz Aur Neki Ki Dawat

Book Name:Khwaja Gareeb Nawaz Aur Neki Ki Dawat

 

অত্যাচারী বাদশাহ তাওবা করে নিলো...!

            হযরত আল্লামা আরশাদুল কাদেরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ছিলেন অনেক বড় আশিকে রাসূল, বিজ্ঞ আলিমে দ্বীন, তাঁকে নাব্বাযে মিল্লাতও বলা হয় (অর্থাৎ যিনি জাতির স্পন্দন চেনেন), আল্লামা আরশাদুল কাদেরী সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: একজন অনেক বড় অত্যাচারী ও বদ মেজাজী বাদশাহ ছিলো, শহরের উপকণ্ঠে তার একটি সুন্দর বাগান ছিলো, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন পানির জলাশয় ছিলো একদা খাজা গরীবে নেওয়ায, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সেদিক দিয়ে যাচ্ছিলেন, খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সেই বাগানের ভেতর প্রবেশ করলেন, জলাশয়ের পানি দ্বারা গোসল করলেন, নামায আদায় করলেন এবং সেখানেই বসে কুরআন তিলাওয়াতে মগ্ন হয়ে গেলেন। ঠিক তখন বাদশাহের আগমনের শোরগোল শুরু হলো খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই শোরগোলের প্রতি একেবারেই মনোযোগ দিলেন না এবং একান্ত মনে তিলাওয়াতে মগ্ন রইলেন। অত্যাচারী বাদশাহ বাদাশাহী শান ও শওকতে যখন বাগানে প্রবেশ করলো, তখন জলাশয়ের পাশে সাধারন পোশাকধারী একজন নেককার ব্যক্তিকে দেখে রাগে লাল হয়ে গেলো এবং রাহান্বিতস্বরে সৈন্যদের প্রতি চিৎকার করলো: এই ব্যক্তিকে কে আমার বাগানে বসার অনুমতি দিয়েছে? বাদশাহর রাগ দেখে সৈন্যরা ভীতসন্ত্রস্ত হয়ে গেলো, সৈন্যরা কোন উত্তর দেয়ার পূর্বেই খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ চোখ মুবারক তুলে বাদশাহর দিকে তাকালেন, খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দৃষ্টির ফয়েযের প্রভাব তার উপর পড়তেই বাদশাহ হঠাৎ কাঁপতে লাগলো এবং কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়লো আর অজ্ঞান হয়ে গেলো এবার খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ গরীবের প্রতি সহানুভূতি প্রকাশ করতে গিয়ে আপন স্থান থেকে উঠলেন, পানি আনিয়ে বাদশাহর মুখে ছিটিয়ে দিলেন, কিছুক্ষণের মধ্যেই বাদশাহর জ্ঞান ফিরে এলো, ব্যস এখন কি হলো, জ্ঞান ফিরতেই বাদশাহ বিনয়ের সহিত নিজের অপরাধ ক্ষমা চাইতে লাগলো, অতঃপর তার সমস্ত সেবকসহ তাওবা করে খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর গোলামীতে অন্তর্ভূক্ত হয়ে গেলো।

(হিন্দ কি রাজা, ৭৪ পৃষ্ঠা)

 

            প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আজ ষষ্টি শরীফ (রজবুল  মুরাজ্জবের ৬ তারিখ) এবং আমরা সুলতানুল হিন্দ, আতায়ে রাসূল, মঈনুদ্দিন (দ্বীনের সাহায্যকারী) খাজায়ে খাজেগান খাজা গরীবে নেওয়ায হযরত হাসান সানজারি চিশতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর উরস মুবারক উপলক্ষে উপস্থিত হয়েছি, নিঃসন্দেহে, এটি মহান আল্লাহ পাকের মহান অনুগ্রহ যে, তিনি আমাদের মতো গুনাহগারদেরকে তাঁর প্রিয় বান্দার আলোচনা করার জন্য নির্বাচন করেছেন, আউলিয়ায়ে কিরামের رَحِمَہُمُ اللهُ السَّلَام ভক্তি ও ভালবাসা নসীব করেছেন।