$header_html

Book Name:Khareed o Farokht Ki Chand Ahtiyatein

 

কল্যাণকামী হোন

            হে আশিকানে রাসূল, এটি একটি খুবই সুন্দর মাদানী ফুল যদি আমরা সবাই এই মাদানী ফুলকে নিজের জীবনে আমলীভাবে প্রয়োগ করতে পারি তবে কেনাবেচা সংক্রান্ত গুনাহের পাশাপাশি আরো বহু গুনাহ থেকে বাঁচতে পারবো সেই মাদানী ফুলটি হলো- আল্লাহপ্রিয় ও সর্বশেষ নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন, لَا يُؤْمِنُ اَحَدُكُمْ، حَتَّى يُحِبَّ لِاَخِيْهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ অর্থাৎ তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য ঐ বস্তু পছন্দ করবে না, যা নিজের জন্য পছন্দ করো। (বুখারী, কিতাবুল ঈমান, পৃষ্ঠা ৭৪, হাদীস ১৩)

 

            এমন কাজ বা বিষয় যা আমরা নিজের জন্য পছন্দ করি না, তা অন্যের জন্যও পছন্দ করবো না আর এমন কাজ বা বিষয় যা আমরা নিজের জন্য পছন্দ করি, তা অন্যের জন্যও পছন্দ করবো। বিশ্বাস করুন, আমাদের নিজেদের, আমাদের সমাজের উন্নতির জন্য এই হচ্ছে সেই গোপন ফর্মুলা- যদি আমরা তা গ্রহণ করতে পারি তবে আমাদের সমাজ অল্প কয়েক দিনের মধ্যেই উন্নতির শিখরে পৌঁছে যাবে আপনারা সম্মানিত সাহাবীগণ, তাবেঈ’ন এবং তাবএ’ তাবেঈ’নের সেই পবিত্র যুগের ইতিহাস পড়ে দেখুন তখন মুসলমানরা সফল ছিলো, উন্নত ছিলো। কেন? এই কারণেই যে, তারা একে অপরের কল্যাণকামী ছিলেন, একে অপরের মঙ্গল প্রার্থী ছিলেন যার ফলশ্রুতিতে সবাই উন্নতির শিখরে আরোহণ করেছিলেন যখন থেকেই আমাদের অন্তরে ঘৃণা, অনৈক্য, ধন সম্পদের ভালবাসা এসেছে, আমরা দিন দিন অবনতির দিকে ধাবিত হচ্ছি। আল্লাহর ওয়াস্তে, নিজের অবস্থার দিকে খেয়াল করুন এবং হাদীসে বর্ণিত এই মহান মাদানী ফুল বাস্তবে নিজের জীবনে প্রয়োগ করুন- পরিপূর্ণ মুসলমান হলো সেই, যে নিজের জন্য যা পছন্দ করে, তা অপরের জন্যও পছন্দ করে।

 

বিক্রি না হওয়ার আজব কারণ

            হযরত সিররী সাক্বত্বী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অনেক বড় কামিল ওয়ালী ছিলেন তিনি ব্যবসা করতেন একবার বিক্রি করার জন্য ৬০ দিনারের (স্বর্ণমুদ্রা) বাদাম কিনলেন এবং নিজের ডায়েরিতে লিখে রাখলেন - এই বাদাম ৬৩ দিনারে বিক্রি করবো। কিছুদিন পর বাদামের দাম বেড়ে গেলো ৬০ দিনার দিয়ে কেনা বাদামের দাম ৯০ দিনারে ঠেকলো। একদিন তাঁর কাছে এক এসে জানালো, সে বাদাম কিনবে। বললেন, নাও। লোকটি জিজ্ঞাসা করলো, দাম কতো? বললেন, ৬৩ দিনার। ক্রেতাও ছিলো নেককারসে বললো, এই বাদামের দাম তো বাজারে ৯০ দিনার। হযরত সিররী সাক্বত্বী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন, আমি নিজের সাথে ওয়াদা করেছি এই বাদামে ৩ দিনার মুনাফা করবো সুতরাং বাজারে দাম যতই হোক, আমি ৬০ দিনারে কিনেছি, এখন ৬৩ দিনারেই বিক্রি করবো।

 

            এবার ক্রেতা বললো, আমি তো ৯০ দিনার দিয়ে কিনবো। হযরত সিররী সাক্বত্বী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন, আমি তো ৬৩ দিনারেই বিক্রি করবো উভয়ে একে অপরের এতই কল্যাণকামী ছিলেন যে, তাঁদের উভয়ের মাঝে কোনো সওদাই হল না ক্রেতার চাওয়া বিক্রেতার লাভ হোক আর বিক্রেতার



$footer_html