Book Name:Khareed o Farokht Ki Chand Ahtiyatein
গুনাহের অভ্যাস থেকে বেঁচে থাকা। নেকী দ্বারা উদ্দেশ্য হলো- ব্যবসাকে প্রতারণা, খেয়ানত থেকে বাঁচিয়ে রাখা। সত্য বলা দ্বারা উদ্দেশ্য হলো, পণ্যের ব্যাপারে সত্য বলা যদি ত্রুটিযুক্ত হয় তবে ত্রুটিহীন প্রমাণ করার চেষ্টা না করা। অর্থাৎ কিয়ামতে সকল ব্যবসায়ী ফাজির ও ফাসিক (অর্থাৎ গুনাহগার) হবে। শুধুমাত্র তারা ব্যতীত, যাদের মধ্যে এই ৩টি বৈশিষ্ট্য থাকবে- তাক্বওয়া, কল্যাণ, সততা। (মিরআতুল মানাজীহ, ৪/২৪৫)
(৩) কেনাবেচায় নম্রতার ফযীলত
হযরত জাবির رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, আল্লাহর সর্বশেষ নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন, رَحِمَ اللَّهُ رَجُلًا سَمْحًا اِذَا بَاعَ، وَ اِذَا اشْتَرَى، وَ اِذَا اقْتَضَى আল্লাহ পাক ঐ ব্যক্তির প্রতি রহমত করুন, যখন সে বিক্রি করে, ক্রয় করে এবং দাবি করে, তখন নম্র হয়।
(বুখারী, কিতাবুল বুয়ূউ’, পৃষ্ঠা ৫৪১, হাদীস ২০৭৬)
বিক্রির সময় নম্র হওয়ার অর্থ হলো গ্রাহককে কম বা খারাপ জিনিস দেওয়ার চেষ্টা না করা। ক্রয়ের সময় নম্র হওয়ার অর্থ হলো যথাযথ মূল্য নির্ধারণ করা ও ভালোভাবে পরিশোধ করা, ব্যবসায়ী (যেমন- দোকানদার) বিরক্ত না করা। দাবির ব্যাপারে নম্র হওয়ার অর্থ হলো যখন সে কারো কাছে টাকা পায় তখন নম্রতার সাথে চাওয়া এবং অপারগ ঋণগ্রস্তকে সময় দেওয়া, তার প্রতি সংকীর্ণতা না দেখানো। যার মাঝে এই ৩টি গুণ একত্রিত হবে, সে আল্লাহর মকবুল বান্দা। (মিরআতুল মানাজীহ, ৪/২৪২)
ইমাম গাযযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইহইয়াউল উলুমে বলেন, ব্যবসায় সত্য পথে চলা, নিয়মিত নফল ইবাদত করার চাইতে বেশি কঠিন। তাই এক বুযুর্গ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, اَلتَّاجِرُ الصَّدُوْقُ اَفْضَلُ عِنْدَ اللّٰہِ مِنَ الْمُتَعَبِّدِ অর্থাৎ সৎ ব্যবসায়ী আল্লাহ পাকের কাছে ইবাদতগুজারের চেয়ে উত্তম।
(ইহইয়াউল উ’লূম, আদাবুল কাসব ওয়াল মাআ’শ, ২/৯৫)
আল্লাহ পাক আমাদেরকে কেনাবেচার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা, সততা অবলম্বন করার তৌফিক দান করুন।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
প্রিয় ইসলামী ভাইয়েরা, ব্যবসা বা কেনাবেচা একটি কঠিন বিষয়। এর অনেক সুক্ষ্ম আহকাম ও মাসআলা রয়েছে। আসলে এই সংক্ষিপ্ত বয়ানে এই সব আহকাম ও মাসআলা বর্ণনা করা যাবে না। যাইহোক, ব্যবসায়ীর জন্য ব্যবসার এবং ক্রেতার জন্য ক্রয়ের আবশ্যকীয় বিধান শেখা ফরয। اَلْحَمْدُ لِلّٰه * দারূল ইফতা আহলে সুন্নাত নামে একটি মোবাইল অ্যপ্লিকেশন রয়েছে। যাতে অন্যান্য অসংখ্য দ্বীনী জ্ঞানের পাশাপাশি সম্পূর্ণ ব্যবসা বিষয়ক কোর্সও আলাদাভাবে অন্তর্ভূক্ত করা হয়েছে। তাছাড়া কেনাবেচা সম্পর্কিত বিভিন্ন ফাতাওয়াও এতে বিদ্যমান রয়েছে। এই অ্যাপ্লিকেশন আপনার স্মার্টফোনে ইনস্টল করে নিন। * এছাড়াও মাদানী চ্যানেলে ‘আহকামে তিজারত’ নামে সাপ্তাহিক একটি প্রোগ্রাম