$header_html

Book Name:Khareed o Farokht Ki Chand Ahtiyatein

পারে কিন্তু আল্লাহর তাঁর প্রিয় বান্দাদের উপর বিশেষ অনুগ্রহ করেন, তাঁদের দ্বারা যদি জানা অজানায় কোনো ভুল হয়ে যায় তবে তাঁদেরকে তাঁদের ভুল সম্পর্কে অবহিত করে দেওয়া হয় এবং তাঁরা অতি দ্রুত তাওবা করে গুনাহের পঙ্কিলতা থেকে নিজেদের পরিষ্কার করে ফেলেন।

 

            আল্লাহ পাক পারা ৯। সূরা আরাফের ২০১ নং আয়াতে ইরশাদ করেন,

اِنَّ الَّذِیۡنَ اتَّقَوۡا اِذَا مَسَّہُمۡ طٰٓئِفٌ مِّنَ الشَّیۡطٰنِ تَذَکَّرُوۡا فَاِذَا ہُمۡ مُّبۡصِرُوۡنَ ﴿۲۰۱﴾ۚ

কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয়ই ওই সব লোক, যারা তাক্বওয়ার অধিকারী হয়, যখনই তাদেরকে কোনো শয়তানী খেয়ালের ছোঁয়া স্পর্শ করে, তখন তারা সাবধান হয়ে যায়; তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়।

 

            প্রসিদ্ধ মুফাসসীরে কুরআন, হাকীমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খান নাঈ’মী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতের ব্যখায় বলেন, মুমিন মুত্তাকীর প্রকৃতি শয়তানি কুমন্ত্রণা ও ইবলিশি চিন্তাভাবনা গ্রহণ করে না যদি কখনো মুমিন এই বিষয়গুলোর (যেমন- শয়তানি কুমন্ত্রণা, ইবলিশি চিন্তাভাবনা, জানা অজানায় কোনো ভুল ইত্যাদি) সম্মুখীন হয় তবে আল্লাহ পাকের পক্ষ থেকে তাঁকে সেই ভুল মনে করিয়ে দেওয়া হয়, এভাবে তাঁরা এই পঙ্কিলতা থেকে নিজেকে পরিষ্কার করে নেন মুফতী সাহেব আরো বলেন, মুমিন মুত্তাকীরা ফেরেশতাদের দলভুক্ত, কারণ তাঁদের প্রকৃতি ও ফেরেশতাদের প্রকৃতি একই এই বুযুর্গগণ ‘বাশার সূরাত ও মালাক সীরাতের’ অধিকারী হন (অর্থাৎ দেখতে মানুষ আর স্বভাব-চরিত্র ফেরেশতার)

(তাফসীরে নাঈমী, পারা , সূরা আ’রাফ, ২০১-২০২ নং আয়াতের পাদটিকা)

 

            আল্লাহ পাক আমাদেরও আউলিয়া কিরামের ফয়যান নসীব করুন। আহ! আমাদেরও যেনো তাকওয়ার দৌলত নসীব হয়ে যায়, আমরাও যেনো গুনাহ পরিত্যাগ করি এবং নেকীপূর্ণ জীবন অতিবাহিত করতে সক্ষম হই। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

 

 

কেনাবেচায় সতর্কতা অবলম্বন করুন

            হে আশিকানে রাসূল, আমরা হযরত ইবরাহীম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ‘র ঈমান উদ্দীপক এবং শিক্ষণীয় ঘটনা শুনলাম এ থেকে বোঝা যায় যে, ইসলামে কেনাবেচার অনেক গুরুত্ব রয়েছে। ভাবুন তো হযরত ইবরাহীম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বিলায়তের উচ্চ স্তরে অধিষ্ঠিত ছিলেন এমন মর্যাদার কারণে তাঁকে সুলতান ইবরাহীমও বলা হয় এমন মহান ওয়ালীয়ে কামিলের কেনাবেচার সময়



$footer_html