$header_html

Book Name:Khareed o Farokht Ki Chand Ahtiyatein

প্রচারিত হয় এই প্রোগ্রাম দেখুন, اِنْ شَآءَ الله কেনাবেচা এবং আধুনিক মার্কেটিংয়ের ব্যাপারে অনেক উপকারী তথ্য জানতে পারবেন। * বাহারে শরীয়ত, ২য় খণ্ড, ১১তম পরিচ্ছদ থেকে কেনাবেচার বর্ণনা পড়ে ফেলুন এর মাধ্যমেও কেনাবেচা সম্পর্কিত অসংখ্য আহকাম ও মাসআলা শেখা যাবে। * ৬২ পৃষ্ঠা সম্বলিত খুবই সুন্দর একটি পুস্তিকা ‘ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় বিষয়’ মাকতাবাতুল মদীনা থেকে কিনে নিন আরেকটি পরামর্শ হলো দারুল ইফতা আহলে সুন্নাতের নাম্বার নিজের কাছে অবশ্যই সেভ করে রাখুন। যখনই কোনো মাসআলার সম্মুখীন হলে বা কোনো বিশেষ পরিস্থিতি সম্পর্কে শরঈ নির্দেশনার প্রয়োজন হলে, কল করে সম্মানি মুফতীগণ থেকে নির্দেশনা নিন এর ফলে اِنْ شَآءَ الله অসংখ্য গুনাহ থেকে বেঁচে যাবেন আর ইলমে দ্বীনের অনেক বড় ভান্ডার অর্জিত হবে।

 

জাল নোট দেবেন না

            একইভাবে গ্রাহক বা ক্রেতারও উচিৎ যে, জাল বা ছেড়া-ফাটা নোট প্রতারণার আশ্রয় নিয়ে চালানো থেকে বিরত থাকা। অসংখ্য লোক আপন মুসলমান ভাইদের সাথে প্রতারণার আশ্রয় নেয় * কখনো নোটের বান্ডিলে গোপনে জাল নোট ঢুকিয়ে দেয় * কোনো ছেড়া, পুরোনো এবং চলার অনুপযুক্ত নোট নতুন নোটের ভেতর রেখে প্রতারণা করে দোকানদারকে দিয়ে, সেই বেচারার ক্ষতি করে এভাবে নিজের মুসলমান ভাইদের সাথে প্রতারণা করা অনেক বড় গুনাহ।

 

চুরির চাইতে বেশি মন্দ গুনাহ

            ইহইয়াউল উলুমে রয়েছে- অপ্রচলিত টাকা প্রচলন করা একটি সর্বব্যাপী জুলুম। এর বড় ক্ষতি হলো- এটা গুনাহে জারিয়া হতে পারে যেমন- এক ব্যক্তি কারো সাথে প্রতারণা করে একটা জাল নোট দিলো এবার সে অন্যের কাছে এটা চালিয়ে দেবে। তৃতীয়জন চতুর্থজনকে, চতুর্থজন, পঞ্চমজনকে এভাবে প্রতারণা চলতে থাকবে এভাবে সবাই গুনাহগার হবে এবং সবার গুনাহ ঐ প্রথমজনেরও হবে কারণ সেই এই কুকর্মের দরজা খুলেছে। (ইহইয়াউল উলূম, আদাবুল কাসব ওয়াল মাআ’শ, ২/৯৪)

            এক বুযুর্গ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, একটি জাল নোট প্রতারণার মাধ্যমে চালিয়ে দেওয়া, রূপার ১০০ পয়সা চুরি করার চেয়েও মন্দ কারণ চুরিতে একটা গুনাহ হয়। যখনই চোর চুরি করে, গুনাহ সেখানে শেষ হয়ে যায়। কিন্তু জাল নোট প্রতারণার মাধ্যমে চালানো হচ্ছে মন্দ বিদআত, মন্দ পদ্ধতি, যা বান্দা দ্বীনে প্রচলন করে (হতে পারে সে যাকে জাল নোট দিচ্ছে সে অন্য কোথাও চালাবেসেও অন্য কোথাও চালাবে এভাবে এই বিষয়টি চলমান থাকবে আর এই একটি গুনাহ গুনাহে জারিয়াতে পরিণত হবে) (ইহইয়াউল উলূম, আদাবুল কাসব ওয়াল মাআ’শ, ২/৯৪)

 

            হে আশিকানে রাসূল, আল্লাহ পাক আমাদেরকে গুনাহের বিপদ ও ভয়াবহতা থেকে নিরাপদে রাখুন ভাবুন তো, কেমন দুর্ভাগ্যজনক বিষয় একটু কল্পনা করুন, যে সবার প্রথমে প্রতারণা করে জাল নোট দিয়েছিলো- এমনও তো হতে পারে যে, সে মরে গেছে কিন্তু তার দেওয়া জাল নোট মার্কেটে ঘুরছে। যদি এমন হয় তবে, তার কবরেও গুনাহ পৌঁছতে থাকবে। আহ! কত বড় দুর্ভাগা সেই ব্যক্তি, যে কবরে শুয়ে আছে কিন্তু তার গুনাহের মিটার এখনো চালু আছে।

 



$footer_html