$header_html

Book Name:Khareed o Farokht Ki Chand Ahtiyatein

চাওয়া ক্রেতার মঙ্গল হোকব্যস, এই বিতর্কে পড়ে ক্রেতারও বাদাম কেনা হলো না আর হযরত সিররী সাক্বত্বী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ‘রও বাদাম বিক্রি করা হলো না। অবশেষে ক্রেতা খালি হাতেই ফিরে গেলো।

(ইহইয়াউল উলূম, কিতাব: আদাবুল কাসব, ২/১০২)

 

            প্রিয় ইসলামী ভাইয়েরা, একেই বলে পরস্পরের কল্যাণ কামনা! আমরা কি এমনটা করি? আমাদের এখানো তো ক্রেতা এবং বিক্রেতার ঝগড়ার বিষয়ও অন্য রকম ক্রেতা চায় আমি ৫০ টাকার জিনিস ১০ টাকায় কিনবো আর বিক্রেতা চায় আমি ৫০ টাকার জিনিস ১০০ টাকায় বিক্রি করবো। একদিকে ক্রেতা বিক্রেতার মঙ্গল চায় না আর অন্যদিকে বিক্রেতাও ক্রেতার ভালো চায় না। তারপর এর ফলে কী হয়? প্রতারণা, ওজনে কারচুপি, খেয়ানত এমন বিষয় বাজারে বেড়েই যাচ্ছ দিন দিন আমাদের ব্যবসার পতন হচ্ছে এবং সারা দুনিয়ায় মুসলমানরা অবনতির শিকার হচ্ছে।

 

            আমাদের এই বিষয়টি বোঝা উচিৎ, এখনো সময় আছে- আমাদের নিজেকে সামলানো দরকার। আল্লাহ পাক আমাদেরকে কেনাবেচা সম্পর্কিত গুনাহ থেকে বাঁচার এবং পরিস্কার পরিছন্ন, কল্যাণকামী ব্যবসা পরিচালনা করার তৌফিক দান করুন اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

ব্যবসায়ীদের সাথে যোগাযোগ বিভাগের সংক্ষিপ্ত পরিচিতি

            اَلْحَمْدُ لِلّٰه জামাআত সহকারে নামাযের গুরুত্ব শেখানো, সুন্নাতের প্রশিক্ষণ এবং নেকীর দাওয়াত প্রসারের জন্য দাওয়াতে ইসলামী বিভিন্ন বিভাগে দ্বীনী কাজ করে যাচ্ছেতার মধ্যে একটি বিভাগ হলো ব্যবসায়ীদের সাথে যোগাযোগ বিভাগ ব্যবসা এমন একটি সেক্টর যা প্রত্যেকটা দেশেরই মেরুদণ্ডের ভূমিকা পালন করেঅনেক দেশের রোজগার মূলত ব্যবসার উপরেই নির্ভরশীল কিন্তু দূর্ভাগ্যজনকভাবে ইলমে দ্বীন থেকে দূরত্বের কারণে বর্তমানে মুসলমানদের একটি অংশ ব্যবসায় ইসলামের সুন্দর নিয়ম কানুন অনুসরণ করা থেকে অনেক দূরে সরে গেছে। সুতরাং, আশিকানে রাসূলের দ্বীনী সংগঠন দাওয়াতে ইসলামীর অধীনে এই বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে * যার কাজ হলো ব্যবসার সাথে সংশ্লিষ্টদের ব্যবসা সম্পর্কিত ইসলামী শিক্ষা সম্পর্কে সচেতন করা এই খাত সংশ্লিষ্ট মন্দ দিকগুলো পরিহার করে পবিত্র জীবন অতিবাহিত করার মানসিকতা সৃষ্টি করা * নেকীর দাওয়াত প্রসার করা, ব্যবসায়ীদেরকে দাওয়াতে ইসলামীর দ্বীনী পরিবেশের সাথে সম্পৃক্ত করে মাদানী উদ্দেশ্য অর্জন ও বাজারে দ্বীনী পরিবেশ তৈরি করার জন্য মসজিদ বা যে কোনো উপযুক্ত স্থানে দরস ইত্যাদি দেওয়ার ব্যবস্থা করা * দরস ছাড়াও মাঝে মাঝে বিভিন্ন সময়ে ব্যবসা সম্পর্কিত কোর্স করানোর ব্যবস্থা করা * মাদানী চ্যানেলে আহকামে তিজারত নামে একটি প্রোগ্রাম সম্প্রচারিত হয়, যাতে ব্যবসার আহকাম জানানো হয়। * বড় বড় মার্কেট, শপিংমল ইত্যাদিতে বয়স্কদের মাদরাসাতুল মদীনার ব্যবস্থা করা যেখানে বিশেষত বয়স্ক ব্যবসায়ী, দোকানদার, বিক্রেতাদের কুরআনের ফয়যানে আলোকিত করার জন্য বিশুদ্ধ মাখরাজ সহকারে কুরআন শরীফ তিলাওয়াত শেখানো * দা’ওয়াতে ইসলামীর প্রতি অনুরক্ত মিল/ ফ্যাক্টরি মালিকদের মাদানী কাফেলায় সফর করার মানসিকতা তৈরি করার পাশাপাশি তাদের অধীনস্থ কর্মচারীদের প্রতি মাসে মাদানী কাফেলায় সফর করার উৎসাহ প্রদান করা * ফ্যাক্টরী/



$footer_html