$header_html

Book Name:Khareed o Farokht Ki Chand Ahtiyatein

অজ্ঞাতসারে কেবল একটি ভুল হয়েছে মাটিতে পড়ে থাকা খেজুর তাঁর নয়, দোকানদারের ছিলো কিন্তু তিনি নিজের মনে করে তুলে নিয়েছিলেন এই একটি খেজুরের কারণে তাঁর মর্যাদা কমে গেলো।

 

            আহ! আজকাল আমাদের এখানকার অবস্থা তো পুরোটাই বেহাল * মানুষ বিনা অনুমতিতে অন্যের সম্পদ আত্মসাৎ করে * গ্রাহক বিক্রেতাকে আর বিক্রেতা গ্রাহককে ধোঁকা দেয় * কখনো নোটের বান্ডিলে জাল নোট লুকিয়ে বিক্রেতাকে গছিয়ে দেয় * বিক্রেতার পণ্য অন্যায়ভাবে নিয়ে চলে যায় * সবজি ও ফলের স্তুপ থেকে কিছু না কিছু নিয়ে নিজের ব্যাগে লুকিয়ে ফেলে অপরের সেন্ডেল অনুমতি ছাড়া ব্যবহার করা, বা নিজের সেন্ডেলের সাথে অন্য কারো সেন্ডেল বদলে নেওয়াকে হয়তো অনেকেই খারাপ মনে করে না, কিন্তু আসলে এটি খুবই দুঃখের বিষয়। দৈনন্দিন জীবনে এমন পরিস্থিতি দেখা দেয় যেখানে শরীয়তের অনুমতি ব্যতিরেকে অন্যের জিনিস ব্যবহার করাকে দোষের মনে করা হয় না অনেক সময় এক দোকানদার অপর দোকানদারের জিনিস লুকিয়ে ব্যবহার করে আর অপরজন বুঝতেও পারে নাএমন অসচেতন ব্যক্তিদের বোঝা উচিৎ, শিক্ষা নেয়া উচিৎদেখতে ছোট জিনিসও যদি বিনা অনুমতিতে ব্যবহার করা হয় এবং কিয়ামতের দিন এর জন্য পাকড়াও করা হয় তবে কী অবস্থা হবে?

 

দাঁত পরিষ্কারের শাস্তি

            প্রসিদ্ধ তাবেয়ী বুযুর্গ হুযরত ওয়াহাব বিন মুনাব্বিহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, বনি ইসরাঈলের এক লোক তার পূর্ববতী সকল গুনাহ থেকে তাওবা করলো ৭০ বছর পর্যন্ত এমনভাবে ইবাদত করতে রইলো যে দিনে রোযা রাখতো আর রাত জেগে ইবাদত করতো কোনো উন্নতমানের খাবার খেতো না, কোনো ছায়ার নিচে আরাম করতো না যখন এই ইবাদতগুজারের ইন্তিকাল হলো তখন কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, مَافَعَلَ اللهُ بِكَ ؟ আল্লাহ পাক আপনার সাথে কীরূপ আচরণ করেছেন? উত্তর দিলেন, আল্লাহ পাক আমার হিসাব নিলেন, তারপর সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন কিন্তু আমি মালিকের অনুমতি ছাড়া একটি কাঠের টুকরো দিয়ে দাঁত পরিষ্কার করেছিলাম, তা ক্ষমা করিয়ে নিতে পারি নি। একারণে এখনো পর্যন্ত জান্নাতে যাওয়া আটকে আছে। (তাম্বীহুল গাফিলীন, পৃষ্ঠা ৪৭)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

ইসলামে কেনাবেচার গুরুত্ব

            হে আশিকানে রাসূল, ইসলামে কেনাবেচার গুরুত্ব অনেক নিঃসন্দেহে, কেনাবেচায় সতর্কতা অবলম্বন না করার ফলে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা অর্থাৎ নিজের পেট হারাম দ্বারা পূর্ণ করার কারণ হতে পারে তাই সতর্কতা অবলম্বন করে, পরিপূর্ণ বিশ্বস্ততার সাথে কেনাবেচা করা খুবই জরুরি এই বিষয়টির গুরুত্ব এভাবে করা যায় যে- আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো আমাদের অন্তর। আল্লাহসর্বশেষ নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন, اَلَا وَ اِنَّ فِی الْجَسَدِ مُضْغَۃً، اِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ کُلُّہٗ وَ اِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ کُلُّہٗ اَلَا وَہِیَ الْقَلْبُ জেনে রেখো, নিশ্চয়ই শরীরে



$footer_html