Book Name:Khareed o Farokht Ki Chand Ahtiyatein
একটি রক্তপিণ্ড রয়েছে। যখন তা ঠিক থাকে তখন সম্পূর্ণ শরীর ঠিক থাকে। যখন সেই রক্তপিণ্ড খারাপ হয়ে যায় তখন সম্পূর্ণ শরীর খারাপ হয়ে যায়। জেনে রেখো, সেই রক্তপিণ্ড হলো অন্তর।
(বুখারী, কিতাবুল ঈমান, পৃষ্ঠা ৮৪, হাদীস ৫২)
জানা গেলো, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো আমাদের অন্তর। অন্তর শুধরে গেলে পুরো মানুষই শুধরে যায় আর অন্তর বিগড়ে গেলে পুরো মানুষই বিগড়ে যায়। অন্তরের এই আয়নাকে ঝকঝকে করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো হালাল রিযিক।
অন্তরে উজ্জ্বলতা আনার মৌলিক উপাদান
হযরত উ’মর বিন সালিহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, একবার আমি হযরত ইমাম আহমদ বিন হাম্বল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ‘র কাছে উপস্থিত হলাম। জিজ্ঞাসা করলাম, হে ইমাম, আল্লাহ পাক আপনার উপর দয়া করুন। অন্তর কীভাবে নরম হয়? এই প্রশ্ন শুনে ইমাম আহমদ বিন হাম্বল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মাথা মুবারক নত করলেন। কিছুক্ষণ পর মাথা তুলে বললেন, বাবা, হালাল সম্পদ (অন্তরকে নরম করে)।
হযরত
উ’মর
বিন সালিহ বলেন, প্রশ্নের উত্তর শুনে আমি ফিরে এলাম। পথে হযরত বিশর হাফী رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ ‘র
সাথে সাক্ষাত হলো। তাঁকে জিজ্ঞাসা করলাম, জনাব, অন্তর কিভাবে নরম হয়? বললেন, আল্লাহর যিকিরের মাধ্যমে। আরয করলাম, আমি ইমাম আহমদ
বিন হাম্বল
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ‘র কাছে গিয়েছিলাম- এতটুকু শুনেই হযরত বিশর
হাফী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ খুশি হয়ে বললেন, বাহ! (খুব ভালো)। তিনি তোমাকে কী বললেন? আরয করলাম, ইমাম আহমদ বিন
হাম্বল বললেন, হালাল খাওয়াতে অন্তর নরম হয়। বললেন, ইমাম আসলে মূল বিষয়টি বলেছেন (অর্থাৎ মূল কথা হলো অন্তর হালাল রিযিকের মাধ্যমে
নরম হয়)। হযরত উ’মর বিন সালিহ رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ বলেন, তারপর হযরত আব্দুল
ওয়াহহাব ওয়াররাক্ব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ‘র সাথে সাক্ষাত
হলো। তাঁকেও একই প্রশ্ন জিজ্ঞাসা
করলাম, তিনিও বললেন, আল্লাহর যিকিরের মাধমে অন্তর নরম
হয়। আরয করলাম, আমি ইমাম আহমদ বিন হাম্বল رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ ‘র কাছে গিয়েছিলাম- এতটুকু শুনেই তাঁর চেহারায় খুশি ভেসে উঠলো। বললেন, ইমাম আহমদ তোমাকে
কী উত্তর দিলেন?
আরয করলাম, ইমাম বললেন, অন্তরের নম্রতা রয়েছে হালাল রিযিকে। হযরত আব্দুল ওয়াহহাব ওয়াররাক্ব
رَحْمَۃُ اللهِ عَلَیْہِও একই কথা বললেন, ইমাম সাহেব আসলে মূল বিষয়টিই বলেছেন
(প্রকৃতপক্ষে, হালাল খাবার ব্যতীত অন্তর কখনোই পরিছন্ন হতে পারে না। (হিলইয়াতুল আউলিয়া, ৯/১৯৩, সংখ্যা ১৩৬৬৩)
প্রিয় ইসলামী ভাইয়েরা, ভেবে দেখুন ৩ জন আউলিয়া কিরামের সাক্ষ্য হলো- অন্তরের নম্রতা এবং পরিছন্নতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হালাল খাবার। এ থেকে অনুমান করুন, কেনাবেচায় সতর্কতা অবলম্বন করা, খুব বিশ্বস্ততার সাথে কেনাবেচা করা কত গুরুত্বপূর্ণ ! যদি আমরা পণ্য কিনতে বা বিক্রি করতে সতর্কতা অবলম্বন না করি এবং আল্লাহ না করুন অপরের জিনিস অন্যায়ভাবে আমাদের কাছে থাকলে তবে (জেনে রাখুন,) এই দেখতে ছোট মনে হওয়া অপরাধ আপনার অন্তরকে উজাড় করে দেবে। তাই কেনাবেচায় সতর্ক হওয়া খুবই জরুরি।