$header_html

Book Name:Khareed o Farokht Ki Chand Ahtiyatein

কারখানায় মসজিদ/ ইবাদতখানার ব্যবস্থা করা যাতে আশিকানে রাসূলও নিয়মিত নামায পড়তে পারে। * ফ্যাক্টরী/ কারখানার মসজিদ/ ইবাদতখানায় রমযান মাসে তারাবীহ নামাযের ব্যবস্থা করা * ব্যবসায়ীদের মাসিক ফয়যানে মদীনা পড়ানো ও তা বার্ষিক বুকিং দেওয়ানোর ব্যবস্থা করা * ব্যবসায়ীদের শরঈ নির্দেশনার জন্য দারুল ইফতা আহলে সুন্নাতের সাথে যোগাযোগ রাখার মানসিকতা তৈরি করা * ব্যবসায়ীদের মার্কেট, শপিংমল ইত্যাদিতেই খণ্ডকালীন ফয়যানে নামায কোর্স করার উৎসাহ দেওয়া, যাতে নিজের কাজ এবং সুবিধা মতো সময় অনুযায়ী ফয়যানে নামায কোর্স করে নিজের নামায শুদ্ধ করার সৌভাগ্য অর্জিত হয়

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

২৪ নং নেক আমলের উৎসাহ

            প্রিয় ইসলামী ভাইয়েরা, ব্যবসার পাশাপাশি দুনিয়াবী সকল কাজ শরীয়ত মোতাবেক করার জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। সাব-ইউনিট পর্যায়ের ১২ দ্বীনী কাজে অংশগ্রহণ করুন নেক আমলের উপর আমল এবং মাদানী কাফেলায় সফর করুন। শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ র হিকমত, তাঁর মহান চিন্তাভাবনা, ইলম ও অভিজ্ঞতার উপর উৎসর্গিত হোন কারণ তিনি এই ফিতনা-ফাসাদের যুগে নেককার হওয়া এবং গুনাহ থেকে বাঁচার সর্বোত্তম উপায় দান করেছেন যা হলো ৭২টি নেক আমল তাঁর প্রদত্ত ‘৭২ নেক আমলর অন্যতম নেক আমল হলো- “আপনি কি আজ কমপক্ষে একটি দ্বীনী দরস (মসজিদ, দোকান, বাজার ইত্যাদি যেখানেই সুযোগ হয়) দিয়েছেন বা শুনেছেন? প্রিয় ইসলামী ভাইয়েরা, এই নেক আমলের উপর আমলের নিয়্যতে আপনার দোকান, বাজার ইত্যাদি যেখানেই সুযোগ হয় কমপক্ষে একটি দরস দেওয়া বা শোনার ব্যবস্থা করুন, এর ফলে অনেক বরকত অর্জিত হবে। اِنْ شَآءَ الله

           

নিয়্যত করুন, আমরা ৭২টি নেক আমলে দেওয়া দ্বীনী কাজকে নিজেদের জীবনে বাস্তবায়ন করবো। এ জন্য ৭২টি নেক আমল পুস্তিকা মাকতাবাতুল মদীনা থেকে সংগ্রহ করুন তা নিজের কাছে রাখুন প্রতিদিন সময় নির্ধারন করে ছক পূরণ করে আ স্থানীয় যিম্মাদারকে জমা দিন। اِنْ شَآءَ الله দ্বীন ও দুনিয়ার অশেষ বরকত নসীব হবে।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

হালাল রিযিক উপার্জনের মাদানী ফুল

            প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন, হালাল রিযিক উপার্জনের ব্যাপারে কিছু মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। শুরুতেই প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم র দুটি বাণী পর্যবেক্ষণ করুন, (১) পবিত্র উপার্জনকারীর জন্য হলো জান্নাত। (মুজামু কবীর, ৫/৭২, হাদীস ৪৬১৬) (২) হালাল রিযিক অন্বেষণ করা ফরযসমূহ আদায় করার পর একটি ফরয। (মুজামুল কবীর, ১০/৭৪, হাদীস ৯৯৯৩) * মালিক ও কর্মচারী উভয়ের জন্য প্রয়োজন অনুযায়ী ইজারার (চুক্তি) শরঈ আহকাম শেখা ফরয, না শিখলে গুনাহগার হবে। (হালাল পন্থায়



$footer_html