Husn e Zan Ki Barkaten

Book Name:Husn e Zan Ki Barkaten

    রহমতে আলম, নূরে মুজাস্সাম, রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন- বিনয়ের একটি নিদর্শন হলো যে, কোনো ব্যক্তি তার মুসলমান ভাইয়ের উচ্ছিষ্ট বা বেঁচে যাওয়া পানি পান করে আর যে তার ভাইয়ের উচ্ছিষ্ট পানীয় পান করে তার ৭০টি মর্যাদা উচ্চ করা হয়, ৭০টি গুনাহ ক্ষমা করে দেওয়া হয় এবং তার জন্য ৭০টি নেকী লেখা হয়

(কানযুল উম্মাল, কিতাবুল আখলাক, কিসমুল আকওয়াল, ৩য় খণ্ড, ৫১ পৃষ্ঠা, হাদীস- ৫৭৪৫)

 

    মারহাবা! মুসলমান ভাইয়ের উচ্ছিষ্ট অর্থাৎ বেঁচে যাওয়া পানি পান করা বিনয় নম্রতার নিদর্শন মুসলমান ভাইয়ের উচ্ছিষ্ট অর্থাৎ বেঁচে যাওয়া পানি পান করা ৭০টি মর্যাদা বৃদ্ধি পাওয়ার কারণ, মুসলমান ভাইয়ের উচ্ছিষ্ট অর্থাৎ বেঁচে যাওয়া পানি পান করা ৭০টি গুনাহ মুছে যাওয়ার কারণ, মুসলমান ভাইয়ের উচ্ছিষ্ট ৭০টি নেকী লেখার কারণ

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                                    صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

হলুদ চেহারার মুচি

    দাওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত কিতাব উয়ূনুল হিকায়াত১ম খণ্ড, ১৬৬ নং পৃষ্ঠায় ৭৪ নাম্বার ঘটনায় বর্ণিত রয়েছে- হযরত সায়্যিদুনা খুলদ বিন আইয়ুব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন- বনী ইসরাঈলের এক আবিদ পাহাড়ের চূড়ায় ৬০ বছর আল্লাহ পাকের ইবাদত করেছিলেন। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন, কেউ বলছিলো- অমুক মুচি তোমার চাইতে বেশি ইবাদতগুজার এবং তার মর্তবা তোমার চাইতে বেশি। যখন সে আবিদ ঘুম থেকে জাগ্রত হলেন, তখন স্বপ্নের ব্যাপারে চিন্তা করলেন। আর নিজেই বলতে লাগলেন- এ তো সাধারণ একটা স্বপ্ন, এর নিশ্চয়তা নেই। এইজন্য তিনি স্বপ্নের প্রতি ভ্রুক্ষেপ করলেন না। কিছু দিন পর তাকে আবার একইভাবে বলা হলো- অমুক মুচি তোমার চাইতে উত্তম। কিন্তু তিনি এই বারও স্বপ্নের প্রতি মনযোগ দিলেন না। তৃতীয় বার আবার তাকে একইভাবে বলা হলো। বারবার যখন স্বপ্নে ঐ মুচির মর্যাদার ব্যাপারে বলা হলো, তখন তিনি পাহাড় থেকে নেমে ঐ মুচির কাছে গেলেন। মুচি যখন তাকে দেখলো, তার কাজ ফেলে সম্মানার্থে দাঁড়িয়ে গোলো এবং খুব ভক্তির সাথে