Husn e Zan Ki Barkaten

Book Name:Husn e Zan Ki Barkaten

সেই ছেলে তারা জিজ্ঞাসা করলো- সে কিভাবে সুস্থ হয়ে গেলো? উত্তর দিলো- এগুলো সব আপনাদের মতো আল্লাহ রাস্তায় মুসাফিরদের বরকত ব্যাপার হলো এই যে, আপনারা (গতকাল রাতে) যা খেয়েছিলেন তাতে কিছু অবশিষ্ট ছিলো আমি আপনাদের উচ্ছিষ্ট খাবার শিফার নিয়্যতে আমার পঙ্গু বাচ্চাকে খাইয়েছি এবং উচ্ছিষ্ট পানি তার শরীরে মালিশ করেছি আল্লাহ পাক আপনাদের মতো নেক বান্দাদের উচ্ছিষ্ট খাবার পানির বরকতে আমার পঙ্গু বাচ্চাকে সুস্থ করে দিয়েছেন যখন ডাকাতেরা তা শুনলো, তাদের চোখ থেকে অশ্রু বইতে লাগলো তারা কাঁদতে কাঁদতে বললো- এগুলো সব আপনার সুধারণারই ফসল, নয়তো আমরা তো বড় গুনাহগার বান্দা শুনুন আমরা আল্লাহ রাস্তার মুসাফির নই, আমরা ডাকাত! আল্লাহ পাকে এই দয়া আমাদের অন্তরকে একেবারে বদলে দিয়েছে আমরা আপনাকে সাক্ষী রেখে তাওবা করছি তারপর তাওবা করে লোকেরা নেকীর পথ ধরলো আর শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই তাওবার উপর অটল রইলো

(কিতাবুল কলয়ুবী, ২০ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                                    صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! ফয়যানে সুন্নাত থেকে বর্ণিত ঘটনা থেকে জানা গেলো যে, মুসলমানদের প্রতি সুধারণার অনেক বরকত রয়েছে সুধারণার অর্থ হলো- ভালো ধারণা করা, ভালো মনে করা উদাহরণস্বরূপ- অমুক ব্যক্তি অনেক নেককার, আমার মুর্শিদ আল্লাহ ওয়ালী, আমার নিগরান অনেক নেককার ইত্যাদি

সুধারণার বরকত

    প্রিয় ইসলামী ভাইয়েরা! মুসাফিরখানার মালিক ডাকাত দলের ব্যাপারে সুধারণা রেখেছেন, তাদের খুব সেবা-যত্ন করেছেন এবং তাদের উচ্ছিষ্ট খাবার তবাররুক হিসেবে তার পঙ্গু সন্তানের শরীরে মালিশ করেছেন। তখন আল্লাহ পাক তার সুধারণার বরকতে তার পঙ্গু সন্তানকে সুস্থ করে দিলেন। সুধারণার বরকতেই ডাকাতের পুরো দল তাওবা করে নেকীর পথে ফিরে এলো, আর তাতে অবিচল রইলো। হায়! আমাদেরও যদি প্রত্যেক নেককার মুসলমানের ব্যাপারে সুধারণা রাখার সৌভাগ্য নসীব হয়ে যেতো। হায়! দ্বীনি