Book Name:Husn e Zan Ki Barkaten
ক্ষমা করে দিয়েছি, আর ইবাদতগুজারের আমল (তার অহংকারের কারণে) নষ্ট করে দিয়েছি । (ইহ্ইয়াউল উলুম, ৩য় খণ্ড, ৪২৯ পৃষ্ঠা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! ইবাদতগুজার ব্যক্তি গুনাহগারকে নিকৃষ্ট মনে করার অহংকারের কারণে তার ইবাদত নষ্ট করে দেওয়া হয়েছে। আর ঐ গুনাহগার ব্যক্তি ইবাদতগুজারকে ভালো মনে করেছিলো, তার এই সুধারণার বরকতে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। সুতরাং আমাদের উচিৎ যে, আমরা কোনো মুসলমানকে তুচ্ছ-তাচ্ছিল্য মনে করে কখনো অহংকারে লিপ্ত হবো না বরং যথাসম্ভব সুধারণার মাধ্যমে কাজ আদায় করার চেষ্টা করবো। اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামী মুসলমানকে অহংকারের পঙ্কিলতা থেকে বের হওয়ার পন্থা শেখায় এবং মুসলমানের প্রতি সুধারণা পোষণ করার ব্যাপারে উৎসাহ প্রদান করে। সুতরাং অহংকার থেকে মুক্তি এবং সুধারণার নিয়ামত লাভের জন্য দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, আর দ্বীনের খেদমতে দা’ওয়াতে ইসলামীকে সঙ্গ দিন। اَلْحَمْدُ لِلّٰه দা’ওয়াতে ইসলামী বর্তমান সময়ে ৮০ টি বিভাগে দ্বীনের পয়গাম প্রসার করছে, তার মধ্যে একটি হলো কাফন দাফন বিভাগ। এই বিভাগের কাজ হলো শরীয়ত এবং মাদানী মরকযের দেয়া পদ্ধতি অনুযায়ী মুসলমান মৃত ব্যক্তির গোসল ও কাফন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের সকল বিষয়াদির ব্যবস্থা করে সাওয়াব অর্জন করা। اَلْحَمْدُ لِلّٰه কাফন দাফন বিভাগের অধীনে সময়ে সময়ে দেশ এবং বহিঃবিশ্বের যিম্মাদারগণ ও আশিকানে রাসূলের সুন্নাতে ভরা ইজতিমার আয়োজন করা হয় । কাফন দাফন বিভাগের অধীনে চার দিন, চেহলাম (চল্লিশ দিন) এবং বাৎসরিক ফাতিহা উপলক্ষে ইসালে সাওয়াবের ব্যবস্থাও করা হয় আর তাতে রিসালা বণ্টনও করা হয় । اَلْحَمْدُ لِلّٰه কাফন দাফন বিভাগ এবং আই টি ডিপার্টমেন্টের যৌথ প্রচেষ্টায় আশিকানে রাসূলের সুবিধার জন্য Muslim's Funeral (কাফন দাফন) নামে মোবাইল অ্যাপ্লিকেশনও তৈরি করা হয়েছে। যাতে রুহ বের হওয়ার সময় গুরুত্বপূর্ণ কাজ, মৃত ব্যক্তির গোসলের সম্পূর্ণ পদ্ধতি, কাফন তৈরি করার পদ্ধতি, জানাযা নামাযের পদ্ধতি, কবর তৈরি এবং দাফন