Husn e Zan Ki Barkaten

Book Name:Husn e Zan Ki Barkaten

বয়ান শোনার নিয়্যত

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                                    صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! সুধারণা উচ্চ পর্যায়ের মানবীয় গুণাবলীর মধ্যে অন্যতম সুধারণা পোষণকারীরা এর বরকতে সর্বদা সফল হয়, আল্লাহ পাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করার সামর্থ্য লাভ করে, তা মানুষের নির্ভীক সাহসিকতা, উচ্চ পর্যায়ের চিন্তা, সম্মান, তাকওয়া এবং ধৈর্যের চিন্হ হিসেবে পরিগণিত হয় আজকের বয়ানে আমরা সুধারণার ফযীলত বরকত সম্পর্কে শুনবো, আসুন! সম্পকির্ত একটি ঘটনা শুনি

 

পঙ্গু ব্যক্তি হাঁটা শুরু করলো

    একবার ডাকাতের একটি দল লুটপাট করার জন্য বের হলো, ঐ সময় তারা এক রাত একটি মুসাফিরখানায় অবস্থান করলো আর সেখানে তারা জাহির করলো যে, আমরা আল্লাহর রাস্তার মুসাফির। মুসাফির খানার মালিক নেককার ছিলেন, তিনি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের নিয়্যতে তাদের খুব সেবাযত্ন করলেন। সকালে ঐ ডাকাতরা কোথাও রওয়ানা হলো এবং লুটতরাজ করে সন্ধ্যায় ফিরে এলো। গত রাতে মুসাফির খানার মালিকের যে ছেলেটিকে তারা চলাফেরা করতে অক্ষম দেখেছিলো, আজ সে বিনাকষ্টে চলাফেরা করছে। তারা খুব তাজ্জব হয়ে মুসাফিরখানার মালিককে জিজ্ঞাসা করলো- এ কি সেই কালকের পঙ্গু ছেলেটি নয়? সে খুব সম্মানের সাথে উত্তর দিলো- জি, হ্যাঁ! এই