Husn e Zan Ki Barkaten

Book Name:Husn e Zan Ki Barkaten

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা সুধারণার বরকত সম্পর্কে শুনলাম, সুধারণা সম্পর্কে কুরআনের আয়াত হাদীস শুনলাম, সুধারণার উপকার, কুধারণার ক্ষতি সম্পর্কে শুনলাম এসব কিছু দেখে আমাদের উচিৎ- নিজের মুসলমান ভাইদের সম্পর্কে সর্বদা সুধারণা রাখা এবং কুধারণা পরিহার করা

 

জশনে বিলাদত সম্পর্কিত আত্তারের চিঠি

    সগে মদীনা মুহাম্মদ ইল্ইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পক্ষ থেকে সকল আশিকানে রাসূল ইসলামী ভাই ইসলামী বোনদের খেদমতে:

اَلسَّلَامُ عَلَیْکُمْ وَرَحْمَۃُ اﷲ وَبَرکاتُہ  الحمدُ لِلّٰہ رَبِّ العٰلمینَ علٰی کلِ حال۔

 

    اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ খুশিতে আন্দোলিত হোন! খুব শীঘ্রই রবিউল আউয়াল মাসের আগমন হচ্ছে ভালো ভালো নিয়্যত সহকারে জশনে বিলাদত ধুমধামের সাথে উদযাপনের জন্য প্রস্তুত হয়ে যান

তুম ভী করকে উন কা চর্চা আপনে দল চমকাও

উঁচে মে উঁচা নবী কা ঝান্ডা ঘর ঘর মেঁ লেহরাও

 

    () চাঁদ রাতে ( অর্থাৎ পহেলা রবিউল আউয়ালের দিবাগত রাত ) এই শব্দগুলো মসজিদে তিনবার ঘোষণা করুন সকল ইসলামী ভাই ইসলামী বোনদের মোবারকবাদ, রবিউল আউয়াল শরীফের চাঁদ দেখা গেছে

রবিউল আউয়াল উম্মিদোঁ কী দুনিয়া সাথ লে আয়া

দুয়াওঁ কী কুবুলিয়ত কো হাথোহাথ লে আয়া

 

    () দয়া করে! রবিউল আউয়াল শরীফের বরকতে আজ থেকেই ইসলামী ভাইয়েরা সারাজীবনের জন্য এক মুষ্ঠি দাড়ি রাখার নিয়্যত করে নিন (পুরুষদের জন্য দাড়ি মুণ্ডন করা বা এক মুষ্ঠির চাইতে ছোট করা হারাম এবং অনতিবিলম্বে তাওবা করে সমস্ত গুনাহ্ থেকে বিরত থাকা জরুরী)

ঝুক গয়া কাবা, সভী বুত মূঁহ কে বল অউঁধে গিরে

দবদবা আমদ কা থা, আহলান ওয়া সাহলান মারহাবা