Book Name:Husn e Zan Ki Barkaten
(৩) সুন্নাত ও নেকীর ব্যাপারে স্থায়িত্ব অর্জন করার জন্য ( অর্থাৎ আমল সবসময় জারি রাখার জন্য) সর্বশ্রেষ্ঠ ফর্মুলা হচ্ছে- সকল ইসলামী ভাই আজ কী কী আমল করেছেন এ ব্যাপারে প্রতিদিন নিজের আমল পর্যবেক্ষণ করার মাধ্যমে “নেক আমল রিসালা” পূরণ করে প্রতি ইংরেজি মাসের ১ তারিখের মধ্যে নিজ এলাকার যিম্মাদারকে জমা দিন। তাকওয়ার অমূল্য ভাণ্ডার অর্জিত হবে এবং ইশকে রাসূলের সুধা পেয়ালা ভরে পান করার সৌভাগ্য নসীব হবে।
বদলিয়াঁ রহমত কী ছায়ীঁ বুঁদীয়াঁ রহমত কী আয়ী
আব মুরাদেঁ দিল কী পায়ী আমদে শাহে আরব হে
(৪) দা’ওয়াতে ইসলামীর যিম্মাদারগণসহ সকল ইসলামী ভাইয়েরা নিয়্যত করে নিন- সাপ্তাহিক মাদানী মুযাকারায় অংশগ্রহণ (প্রশ্নোত্তর শুরু হওয়া থেকে কমপক্ষে ১ ঘন্টা ১২ মিনিট) এবং সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমায় রাত অতিবাহিত করবো। এটাও নিয়্যত করুন- প্রতিমাসে ৩ দিন, প্রতি ১২ মাসে একমাস এবং জীবনে কমপক্ষে ১২ মাসের সুন্নাত শেখা ও শেখানোর মাদানী কাফেলায় সফর করবো। সকল আশিকানে রাসূল নিগরান ও যিম্মাদার সহ রবিউল আউয়াল শরীফে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মহান দরবারে ঈসালে সাওয়াবের নিয়্যতে কমপক্ষে তিন দিনের জন্য সুন্নাত শেখা ও শেখানোর মাদানী কাফেলায় সফর করুন এবং প্রতিদিন “ঘর দরস“ও দিন অথবা শুনুন।
ম্যাঁ মুবাল্লিগ বনূঁ সুন্নাতোঁ কা, খূব চর্চা করূঁ সুন্নাতোঁ কা
ইয়া খুদা! দরস দূঁ সুন্নাতোঁ কা, হো করম বেহরে খাকে মদীনা
(৫) নিজেদের মসজিদ, ঘর, দোকান, কারখানা ইত্যাদিতে ১২টি বা কমপক্ষে ১টি করে মাদানী পতাকা রবিউল আউয়াল শরীফের চাঁদ দেখা যাওয়ার পর থেকে শুরু করে ১২ই রবিউল আউয়াল পর্যন্ত উত্তোলন করুন। বাস, জিপ, ট্রেন, লঞ্চ, স্টিমার, জাহাজ, মালবাহী গাড়ি, ট্রাক, ট্রলি, টেক্সি, রিক্সা, ঘোড়ার গাড়ী ইত্যাদিতে মাদানী পতাকা বেঁধে দিন। নিজের সাইকেল, স্কুটার এবং কারেও লাগিয়ে দিন। চারিদিকে মাদানী পতাকার বাহার সকলের দৃষ্টিগোচর হবে। সাধারণত ট্রাকের পিছনে প্রাণীর বড় বড় ছবি এবং অযথা (গান