Book Name:Husn e Zan Ki Barkaten
(১২) আল্লাহ পাকের আখেরী নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রতি সোমবার শরীফ রোযা রেখে নিজের বিলাদত দিবস পালন করতেন, আপনিও প্রিয়নবীর স্মরণে ১২ই রবিউল আউয়াল শরীফে রোযা রেখে মাদানী পতাকা হাতে নিয়ে জুলূসে মীলাদে অংশ নিন। যতটুকু সম্ভব ওযু অবস্থায় থাকুন। মুখে দরূদ সালাম ও না’তে মুস্তফার গুঞ্জন করুন। দৃষ্টিকে নত রেখে পূর্ণ ভাবগাম্ভীর্য বজায় রেখে পথ চলুন। লাফালাফি করে চলে কাউকে সমালোচনার সুযোগ দেবেন না। (দা’ওয়াতে ইসলামীর যিম্মাদারগণ জুলুসে মিলাদে ঐ শ্লোগান দেবেন বা গাড়িতে ঐ কালাম চালাবেন, যা মাদানী মারকাযের পক্ষ থেকে জারি করা হয়।)
রবী’এ পাক তুঝ পর আহলে সুন্নাত কিউঁ না কুরবাঁ হোঁ
কে তেরী বারভী তারীখ ওয়োহ জানে কমর আয়া
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মাদ ইলিয়াস আত্তার কাদরী রযভী যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর রিসালা ‘১০১ মাদানী ফুল’ হতে হাত মেলানোর কিছু সুন্নাত ও আদব শুনি। শুরুতে দুইটি ফরমানে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم * যখন দুইজন মুসলমান সাক্ষাৎ করে মুসাফাহা করে এবং একে অপরের খোঁজখবর নেয়, তখন মহান আল্লাহ তাদের মাঝে একশটি (১০০) রহমত নাযিল করেন, যার মধ্যে নিরানব্বইটি রহমত যে বেশি আন্তরিকতার সাথে সাক্ষাৎ করে এবং ভালো ভাবে তার ভাইয়ের খোঁজখবর নেয়- তার জন্য। (মু’জামুল আউসাত, ৫/৩৮০, সংখ্যা- ৭৬৭৬) * যখন দুই বন্ধু পরস্পর দেখা সাক্ষাৎ করে, মুসাফাহা করে এবং প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর দরূদ পাঠ করে, তারা পৃথক হওয়ার আগে আগেই তাদের অতীত ও ভবিষ্যতের গুনাহ মাফ করে দেওয়া হয়। ( শু’আবুল ঈমান, ৬/৪৭১, হাদীস - ৮৯৪৪) * দুইজন মুসলমানের সাক্ষাতের সময় সালাম দেওয়া এবং মুসাফাহা করা অর্থাৎ উভয় হাত মেলানো সুন্নত। * বিদায়ের সময়ও সালাম করুন , হাতও মেলাতে