Husn e Zan Ki Barkaten

Book Name:Husn e Zan Ki Barkaten

করার সকল বিষয়াদি 3D Video এর মাধ্যমে শেখানোর চেষ্টা করা হয়েছে ইলমে দ্বীন শিখতে আগ্রহী ইসলামী ভাইয়েরা এই অ্যাপ্লিকেশনটি (Play Store) প্লে স্টোর থেকে Muslim's Funeral নামে সার্চ (Search) দিয়ে ইনস্টল (Install) করতে পারবেন

ধারণার পরিচিতি

    স্মরণ রাখবেন! প্রত্যেক এমন কল্পনা যা কোনো প্রকাশ্য নিদর্শনের মাধ্যমে অর্জিত হয় তাকে ধারণা বলে উদাহরণ স্বরূপ ধোঁয়া উঠতে দেখে আগুনের কল্পনা করা এটাও একটা ধারণা (মুফরদাতে ইমাম রাগেব, ৫০৯ পৃষ্ঠা) ধারণা ভালো খারাপ উভয়টি হতে পারে কারো ব্যাপারে ভালো ধারণা রাখাকে সুধারণা এবং কারো ব্যাপারে খারাপ ধারণা রাখাকে কুধারণা বলে

 

সুধারণার ব্যাপারে হাদীস শরীফ

    () اِنَّ حُسْنَ الظَّنِّ مِنَ الْاِيْمَان অর্থাৎ নিশ্চয়ই ভালো ধারণা রাখা ঈমানের অংশ(তাফসীরে রূহুল বয়ান, ৯ম খণ্ড, ৮৪ পৃষ্ঠা, আয়াত ان بعض الظن اثم“)

    () রাসূলে আকরাম, নূরে মুজাস্সাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কাবাকে উদ্দেশ্য করে ইরশাদ করেন- তুমি তোমার পরিবেশ কতইনা উত্তম, তুমি কতই সম্মানিত এবং তোমার সম্মান কতই সু-উচ্চ! সত্তার শপথ! যার কুদরতী কবজায় আমি মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রাণ! আল্লাহ পাকে কাছে মুমিনের জান, মাল এবং তার ভালো ধারণা রাখার সম্মান তোমার সম্মানের চেয়েও বেশি (সুনানে ইবনে মাজাহ, ৪র্থ খণ্ড, ৩১৯ পৃষ্ঠা, হাদীস- ৩৯৩২)

 

    () حُسْنُ الظَّنِّ مِنْ حُسْنِ الْعِبَادَةِ অর্থাৎ সুধারণা একটি উত্তম ইবাদত(সুনানে আবু দাউদ, ৪র্থ খণ্ড, ৩৮৮ পৃষ্ঠা, হাদীস- ৪৯৯৩)

 

    বর্ণিত শেষ হাদীসের ব্যাপারে প্রসিদ্ধ মুফাস্সীর হাকীমুল উম্মত, মুফতী আহমদ ইয়ার খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন- মুসলমানের প্রতি ভালো ধারণা রাখা এবং তার প্রতি খারাপ ধারণা না করাও উত্তম ইবাদতের মধ্যে থেকে একটি ইবাদত (মিরআতুল মানাযিহ, ৬ষ্ঠ খন্ড, ৬২১ পৃষ্ঠা)