Ya ALLAH Mein Hazir Hon

Book Name:Ya ALLAH Mein Hazir Hon

اَللّٰھُمَّ لَبَّيْك এর ধব্বনি প্রতিধ্বনিত করি আল্লাহ পাক যেন আমাদেরকেও তাওফিক দান করেন

اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

প্রত্যেক নামাযের পূর্বে لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك পড়তেন...!

    সাধারনত তালবিয়া (لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك) ইহরাম পরিধান করেই পাঠ করা হয়, কিন্তু যদি আমরা এর অর্থের প্রতি চিন্তা করি তবে এই বিবেচনায় একজন মুসলমানের জীবনের এক মূহুর্ত্যও এমন নয় যে, যে এটা থেকে আলাদা হয়ে অতিক্রম করতে পারেমুসলমানের অর্থই হলো এটাই, আল্লাহ তাঁর রাসুল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হুকুমে মস্তক অবনতকারীসুতরাং মুসলমানের জীবনের এক এক মুহুর্ত্য এই ধ্যানের সাথে, এই বিশ্বাষের সাথে এবং এই উৎসাহ উদ্দীপনার সাথে অতিবাহিত করা উচিত যে, তার অন্তর থেকে, তার মস্তিষ্ক থেকে, তার মুখ থেকে, তার পুরো শরীর থেকে, তার এক এক কর্ম থেকে, তার এক এক চিন্তা থেকে এক এক কল্পনা থেকে এই আওয়াজ সৃষ্টি হচ্ছে: لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك (আমি উপস্থিত, হে আল্লাহ! আমি উপস্থিত) আমাদের আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মোবারক ধরন ছিলো রাতে যখন নামায পড়তেন (অর্থাৎ রাতের নফল আদায় করতেন) তখন নামায শুরু করার পূর্বে বলতেন: لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك (আমি উপস্থিত, হে আল্লাহ! আমি উপস্থিত) আর কতিপয় বর্ণনা মতে প্রত্যেক ফরজ নামাযের পূর্বে তিনি: لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك পড়তেন (আমি উপস্থিত, হে আল্লাহ! আমি উপস্থিত) (শরহে হাদিস, লব্বায়িক আল্লাহুম্মা লাব্বাইক, পৃঃ২৫)

প্রত্যেক সকালে لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك বলোঃ

    খুবই প্রিয় সাহাবী, হযরত যায়েদ বিন সাবিত رَضِیَ اللهُ عَنْہ, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাকে একবার একটি দোয়া শিখালেন এবং হুকুম দিলেন যে, নিজেও এবং নিজের পরিবারবর্গদেরকেও হুকুম দাও ধারাবাহিকতার সাথে প্রতিদিন যেন পড়ে দোয়াটি কি? ইরশাদ করলেন قُلْ حِينَ تُصْبِحُ অর্থাৎ হে যায়েদ! সকালে এটা বলো, لَبَّيْك اَللّٰهُمَّ لَبَّيْك وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ (অর্থাৎ আমি উপস্থিত, হে আল্লাহ! আমি উপস্থিত, তোমার কাছে কল্যানের প্রার্থনা করছি, সকল কল্যান তোমার কুদরতী হাতে)