Ya ALLAH Mein Hazir Hon

Book Name:Ya ALLAH Mein Hazir Hon

لَبَّیْک পড়তেই বেহুশ হওয়ার ঘঠনাঃ

    হযরত আলী আওসাত ইমাম জয়নুল আবেদীন رَضِیَ اللهُ عَنْہُ হলেন মোস্তফার শাহজাদা, শহীদে কারবালা, ইমাম আলী মকাম হযরত ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর পুত্রখুবই মুওাকী, পরহেজগার, তাকওয়াবান এবং আল্লাহভীতি সম্মপন্ন ব্যাক্তি ছিলেন

    আল্লাহভীতি দুই প্রকার: () আল্লাহভীতি যা আমাদের মত গুনাহগারদের হয়ে থাকে অর্থাৎ আল্লাহ পাকে আজাবের ভয়, আল্লাহ পাকে পাকড়াও এর ভয় যে, কখন যেন আমরা আমাদের গোনাহের কারনে গ্রেফতার হয়ে যায়() অথচ আউলিয়ায়ে কেরাম, আল্লাহ পাকে নেককার বান্দাহদের যে ভয় হয়ে থাকে সেটা হলো আল্লাহ পাকে গোপন রহস্যের ভয়, আল্লাহ পাকে নৈকট্য থেকে দূরবর্তী হয়ে যাওয়ার ভয় যে, কখনো এমন না হয়ে যায় যে, আল্লাহ পাকে নৈকট্যের যে নিয়ামত আমাদের সৌভাগ্য হয়েছে আল্লাহ না করুক এই নিয়ামত আমাদের থেকে পুনরায় ফিরিয়ে না নিয়ে নেওয়া হয়

    হযরত ইমাম জয়নুল আবেদীন رَضِیَ اللهُ عَنْہُ এর আল্লাহভীতি অন্য ধরনের ছিলো, একবার তিনি হজ্বের জন্য ইহরাম পরিধান করলেন, ইহরাম পরিধান করতেই তাঁর চেহেরা মোবারক একেবারে হলুদ হয়ে গেলো, প্রবল আল্লাহভীতির কারনে তালবিয়া (অর্থাৎ لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك) পড়তে পারছেন না, লোকেরা আরজ করলেন: আলীজাহ! আপনি তালবিয়া (অর্থাৎلَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك) কেন পড়ছেন না? বললেন: আমার ভয় হচ্ছে যে, যখন আমি لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك পড়বো তখন যদি لَا لَبَّيْكবলে দেওয়া হয় অর্থাৎ আল্লাহ পাকে দরবার থেকে যদি জবাব আসে যে, তোমার উপস্থিত হওয়াটা কবুল হয়নিলোকেরা আরজ করলো: আলীজাহ! ইহরাম পরিধানের পর তালবিয়া لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك পাঠ করাটা আবশ্যকএবার ইমাম জয়নুল আবেদীন رَضِیَ اللهُ عَنْہُ শরয়ী হুকুমের উপর আমল করার জন্য পড়া শুরু করলেন: لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك...........

    এটা পড়ছিলেন ইত্যবশরে আল্লাহ ভীতি প্রাধান্য পেলো আর তিনি বেহুশ হয়ে জমীনে পড়ে গেলেনহজ্বের সময় তাঁর অবস্থা এমনিই ছিলো, মিনা, মুজদালিফা, আরাফাত, সাফা মারওয়াই যখনি তিনি لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك পড়তেন বেহুশ হয়ে যেতেন(তারিখে ইসলাম, খন্ড , পৃঃ১৮২)