Ya ALLAH Mein Hazir Hon

Book Name:Ya ALLAH Mein Hazir Hon

আল্লাহ! আমি উপস্থিত) হে আল্লাহ আমি কখনো শিরিক করিনি কিন্তু আমি তোমার প্রত্যেক হুকুমকে মানার জন্য প্রস্তত আছি, তবে তাকে রাব্বে করীম কেমন কেমন নেয়ামত দান করবেন

আল্লাহ পাকের সন্তষ্টির জন্য রাজত্ব ছেড়ে দিলো:

    হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর তাওবার ঘঠনাটিও খুব সুন্দরহযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ শাসক ছিলেন, কতিপয় বর্ণনা মতে তিনি বলখের শাহজাদা ছিলেন, একবার তাঁর মহলের নিকটেই কোথাও অবস্থানরত ছিলেন, এক ব্যাক্তি আসলো এবং মহলে প্রবেশ করতে চায়, তাকে জিজ্ঞাসা করা হলো: কোথায় যেতে চাও? কি কাজে এসেছো? বলতে লাগলো: আমি মুসাফির খানায় এসেছি, রাত অতিবাহিত করতে চায়, তাকে বলা হলো এটাতো মুসাফির খানা নয় এটাতো শাহজাদার মহল, লোকটি বললো, আচ্ছা বলোতো, এটা কার মহল? বলা হলো, ইব্রাহিম বিন আদহামের, জিজ্ঞাসা করা হলো: ইব্রাহিম বিন আদহামের পূর্বে কে ছিলো? বললো, তার পিতা, তার পূর্বে কে ছিলো? তার পিতা, তার পূর্বে কে ছিলো? তার পিতাতখন বললো, মুসাফিরখানা তো এটাকেই বলা হয় একজন আসবে একজন যাবে এটাতো মুসাফিরখানাই

    হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সব কথা শুনছিলেন, এ কথা শুনে তাঁর অন্তর খুব মর্মাহত হলো, তিনি তাঁর পেছনে পেছনে চললেন এবং জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কে? ঐ ব্যাক্তি জবাব দিলো, আমি খিজির, আর তোমাকে তোমার প্রতিপালকের পথে পরিচালিত করতে এসেছি (অর্থাৎ তুমি এই কাজের জন্য জন্ম গ্রহন করোনি, শাহজাদা হয়ে আরাম আয়েশে, আল্লাহ পাকের নাফরমানিতে আল্লাহ থেকে দূরে থেকে জীবন অতিবাহিত করার জন্য জন্ম গ্রহন করোনি, যে কাজের জন্য জন্ম গ্রহন করেছো আমি তোমাকে সে কাজে লাগানোর জন্য এসেছি) হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরজ করলেন, ঠিক আছে আমি আপনার সাথে যাব, আপনি যে রাস্তা দেখাবেন আমি সেই রাস্তার উপরই চলবো কিন্তু আমার দুনিয়াবী কিছু কাজ রয়েছে, আমি হলাম শাহজাদা, ব্যস্ততা রয়েছে, অনেক কাজ, আমি সেই কাজ গুলো সম্পন্য করে ফিরে আসছিহযরত খিজির عَلَیْہِ السَّلَام বললেন, না, যে কাজের কথা আমি তোমাকে বলছি এর চেয়ে দ্রুত