Ya ALLAH Mein Hazir Hon

Book Name:Ya ALLAH Mein Hazir Hon

আক্বীদাকে বর্জন করে তোমার দরবারে উপস্থিত হয়ে স্বীকার করছি: لَااِلٰہَ اِلاَّاللهُ (আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই) এখন বাদশাহ যখন لَااِلٰہَ اِلاَّاللهُ পড়তে শুরু করলো, হযরত বিকর বিন আব্দুল্লাহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন আল্লাহ পাক এমন বৃষ্টি বর্ষন করলেন যে, সব আগুন নিভে গেলো, অতঃপর হঠাৎ প্রবল ঘূর্ণিঝড় আসলো, এমন প্রবল ঘূর্ণিঝড় হলো যে, বাদশাহ সহ পুরো ডেকচিকে উড়িয়ে নিয়ে গেলো, এখন ডেকচি উড়ছে, বাদশাহ সেই ডেকচির ভিতর, আর পড়ছে: لَااِلٰہَ اِلاَّاللهُ ، لَااِلٰہَ اِلاَّاللهُ এমনিভাবে বাদশাহ পড়তে থাকলো এবং ঘূর্ণিঝড় তাকে আর ডেকচিকে দূরে এক বস্তিতে নিয়ে গেলোযেই বস্তিতে গিয়ে ডেকচি জমীনে পতিত হলো সেটা ছিলো অমুসলিমদের বস্তিএখন যখন অমুসলিমরা: لَااِلٰہَ اِلاَّاللهُ এর প্রতিধ্বনি শুনলো তখন তরবারী হাতে নিয়ে দৌড়ে আসলো, কিন্তু যখন তারা দেখলো যে, একটি ডেকচি উড়ে আসলো সেখানে একজন ব্যাক্তি রয়েছে সে এর: لَااِلٰہَ اِلاَّاللهُ ওজিফা পড়ছে, তখন তারা একটু আশ্চর্য্য হলো যে, এই ডেকচি কিভাবে উড়ে আসলো, তখন তারা বাদশাহর কাছে পুরো কাহিনী জিজ্ঞেস করলো? পুরো ঘটনা জিজ্ঞাসা করলো? যখন বাদশাহ তাঁর পুরো ঘটনা খুলে বললো তখন বস্তির সকল অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলো(উয়ুনুল হিকায়াত, খন্ড ১ম, পৃঃ৮৬)

    প্রিয় ইসলামী বোনেরা! এখন এই ঘটনাটিতে একটু চিন্তা করুন...! এমন এক ব্যক্তি যে, সারা জীবন কুফরীতে অতিবাহিত করেছে, সারা জীবন শিরিকে অতিবাহিত করছে, সে সারা জীবন জুলুম করে ধন সম্পধের ভালোবাসায় আরাম আয়েশে অতিবাহিত করেছে, একবারও রাব্বে করীম এর সামনে মাথা ঝুকায়নি, সে বান্দা যখন নিজেকে নিজে আল্লাহ পাকের দরবারে পেশ করেছে এবং স্বীকার করেছে যে, হে আল্লাহ! আমি সারা জীবনের শিরিককে বর্জন করে আজ তোমার দরবারে উপস্থিত হচ্ছি এবং সে এর বহিঃপ্রকাশের জন্য কালেমায়ে তৈয়্যেবা لَااِلٰہَ اِلاَّاللهُ পড়লো তখন রাব্বে কারিম অদৃশ্য থেকে তার হিফাজতের ব্যবস্থা করে দিলেনতো একটু চিন্তা করুন...! যে মানুষ জন্ম হতেই নিজের কানের মধ্যে তাকে সৃষ্টিকারি পাক পরওয়ারদেগার এর নাম শুনেছে, আল্লাহু আকবর! আল্লাহু আকবর এর ধ্বনি শুনেছে, لَااِلٰہَ اِلاَّاللهُ এর মোবারক আওয়াজ শুনেছে, যে জন্ম থেকে এখনো পর্যন্ত মুসলমান, যখন সে বলবে لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك (আমি উপস্থিত, হে