Book Name:Ya ALLAH Mein Hazir Hon
আল্লাহ পাক তাঁর বান্দাহদেরকে বলেন:
হযরত আল্লামা ইবনে রজব হাম্বলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন যে, আল্লাহ পাক প্রত্যেক দিন তাঁর বান্দাহদেরকে আহবান করেন, আর এটা শিক্ষনীয় আহবান, সেটাকে অন্তরের কান দিয়ে শুনুন এবং অন্তরে গেথে নিন যে, প্রতিদিন আমাদের কেমন শিক্ষনীয় আহবান করা হয়। বলেন: আল্লাহ পাক প্রতিদিন তাঁর বান্দাহদেরকে আহবান করে কি বলেন: হে আদম সন্তান! ما اصبتنی তোমরা আমার সাথে ইনসাফ করোনি, اذکرک و تنسانی আমি তোমাদেরকে স্মরণ করি তোমরা আমাকে ভুলে যাও। وادعوک علی فتذهب الی غیری আমি তোমাদেরকে আমার দিকে আহবান করি আর তোমরা অন্যদের দিকে যাও, واذهب عنک البلایا وعن تعکف الخطایا আমি তোমাদের বিপদ আপদ দূর করি আর তোমরা অপরাধ করতে প্রস্তুত, হে আদম সন্তান! ما اعتذارک غدا اذا جئتنی যখন তোমাদের এই অবস্থা (আমি তোমাদের থেকে বিপদ আপদ দূর করি তোমরা অপরাধে লিপ্ত, আমি তোমাদের স্মরণ করি তোমরা আমাকে ভুলে যাও, আমি তোমাদের আহবান করি আর তোমরা অন্যদের নিকট যাও) তবে কাল কিয়ামতের দিন যখন তোমরা আমার দরবারে আসবে তখন কি অজুহাত থাকবে তোমাদের। (শরহে হাদিস, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, পৃঃ ২৭)
এটা কেমন শিক্ষনীয় আহবান, হায়! আমরা সেটা বুঝে আমলীভাবে আপন প্রতিপালকের দরবারে উপস্থিত হয়ে যায়, আমাদের আকা ও মাওলা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যে দোয়ার শিক্ষা দিয়েছেন প্রতিদিন সে দোয়া পড়ার অভ্যাস করি, আপন প্রতিপালকের দরবারে আরজ করিلَبَّيْك اَللّٰهُمَّ لَبَّيْك وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ আমি উপস্থিত, হে আল্লাহ! আমি উপস্থিত, সৌভাগ্য তোমার পক্ষ থেকে, আমি তোমার কাছে সৌভাগ্যের প্রার্থনা করি, সকল কল্যান তোমার কুদরতী হাতে। মুখে এই দোয়া পড়ুন এবং এর উপর আমল করারও নিয়্যত করুন আমলীভাবে আমরা এটা প্রকাশ করি যে, হে আল্লাহ! আমি উপস্থিত, তুমি যা হুকুম করেছো আমি এর উপর মস্তক অবনত করছি, আল্লাহ করীম আমাদের সবাইকে আমল করার তাওফীক দান করুক।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم