Book Name:Ya ALLAH Mein Hazir Hon
اَلْحَمْدُ لِلّٰه আমরা অনেক সৌভাগ্যবান যে, আল্লাহ পাক আমাদেরকে দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশ দান করেছেন। আল্লাহ পাকের দয়ায় দা’ওয়াতে ইসলামী দ্বীন প্রচারের ৮০ টি বিভাগে নেকীর দাওয়াতের সাড়া জাগাতে ব্যস্ত, সেই বিভাগ সমূহ হতে একটি বিভাগ হলো “হজ্ব ও ওমরা বিভাগ” যেটা হজ্ব ও ওমরা সম্পাদানকারী ইসলামি ভাই ও ইসলামি বোনদের যথাযত প্রশিক্ষন দিতে, তাদেরকে আল্লাহ পাকের দরবার ও মুস্তফার দরবারের আদব ও জরুরি মাসয়ালা শিখানোর জন্য প্রতিষ্টা করা হয়েছে। এই বিভাগে অন্তর্ভুক্ত প্রশিক্ষনপ্রাপ্ত ইসলামি ভাই প্রতি বছর হজ্বের সময় হাজ্বি ক্যাম্পে গিয়ে হাজ্বিদের প্রশিক্ষন দেন আর মুবাল্লিগা ইসলামী বোনেরা মহিলা হাজ্বিদের প্রশিক্ষন দেন। اَلْحَمْدُ لِلّٰه এই বিভাগের আওতায় হজ্ব ও যিয়ারতে মদীনার জন্য মক্কা মদীনায় গমনকারীদের আমিরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত কিতাব “রফিকুল হারামাইন” এবং “রফিকুল মু’তামিরাইন”ও উপহার দেয়া হয় যাতে আল্লাহর ঘরের মেহমান এবং হাবিবে খোদাصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রেমিকরা এই ইবাদতকে সুন্দরভাবে করার ক্ষেত্রে সফলকাম হয়ে যায়।
প্রিয় ইসলামী বোনেরা! আসুন! শায়খে ত্বরীকত আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা “১৬৩ মাদানী ফুল” থেকে চলাফেরার সুন্নাত ও আদব শোনার সৌভাগ্য অর্জন করি। ó ১৫ পারা সূরা বনী ইসরাঈলের ৩৭ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ لَا تَمۡشِ فِی الۡاَرۡضِ مَرَحًا ۚ اِنَّکَ لَنۡ تَخۡرِقَ الۡاَرۡضَ وَ لَنۡ تَبۡلُغَ الۡجِبَالَ طُوۡلًا (۳۷)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আর জমিনে অহংকার করে চলো না। নিশ্চয় তুমি কখনো জমিনকে চিরে ফেলতে পারবেনা এবং দৈর্ঘ্যে পাহাড়গুলো পর্যন্ত পৌঁছতে পারবেনা।
* প্রি নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: এক ব্যক্তি দুইটি চাদর পরিধান করে অহংকার করে চলছিল এবং সে অহংকারে বিভোর ছিল। সুতরাং তাকে জমিনে ধ্বসিয়ে দেয়া হলো। সে কিয়ামত পর্যন্ত জমিনের নিচের দিকে ধ্বসতেই থাকবে। (সহীহ মুসলিম,