Ya ALLAH Mein Hazir Hon

Book Name:Ya ALLAH Mein Hazir Hon

উড়ন্ত ডেকচির আশ্চর্য্য ঘঠনা

    হযরত বিকর বিন আব্দুল্লাহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِবলেন পূর্বের লোকদের মধ্যে একজন বাদশাহ ছিলো, যে অমুসলিমও ছিলো এবং অত্যন্ত জালিম ছিলো যুগে যারা ঈমানদ্বার ছিলো তাদের সাথে বাদশার যুদ্ধ হয়, বাদশাহ এতে শোচনীয়ভাবে পরাজিত হয়, ঈমানদ্বারদের আল্লাহ পাক বিজয় দান করেনএখন বাদশাহকে বন্দি করা হলো, বাদশাহর ব্যাপারে পরামর্শ হলো যে, এই বাদশাহ অত্যন্ত জালিম, সে লোকদের উপর অনেক জুলুম করেছে, সে অমুসলিমও বটে, তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোকপরামর্শের পর এই সিদ্বান্ত হলো যে, আগুন জ্বালানো হোক, এর উপর একটি বড় ডেকচি রেখে বাদশাহকে ডেকচিতে ছেড়ে দেওয়া হোক, এইভাবে বাদশাহ পুড়ে গিয়ে বেদনাদায়ক মৃত্যুবরন করবে

    এই পরামর্শ মতে কাজ করা হলো, আগুন জ্বালানো হলো, আগুনের উপর ডেকচি ঝুলানো হলো এবং বাদশাহকে তাতে ছেড়ে দেওয়া হলো, ধীরে ধীরে ডেকচি গরম হতে শুরু করলো, ডেকচি গরম হলে সেটার তাপে বাদশাহর শরীর ঝলসাতে লাগলো, এখন বাদশাহ তার মিথ্যা উপাস্যদের ডাকতে শুরু করলো, বাদশাহ এক এককে ডাকতে লাগলো কিন্তু কারো কাছ থেকে জবাব আসলো না, তাঁর মিথ্যা উপাস্যদের মধ্যে থেকে কেউ তাকে বাঁচাতে পারলো না, বাদশাহর অন্তরে খেয়াল আসলো, বাদশাহ আসমানের দিকে দৃষ্টি উঠালো এবং উচু আওয়াজে পড়তে শুরু করলো: لَااِلٰہَ اِلاَّاللهُ ، لَااِلٰہَ اِلاَّاللهُ অর্থাৎ ঐ বাদশাহ নিজ কর্মকান্ডে এটাই প্রকাশ করছে যে, হে আল্লাহ পাক! আমি সারা জীবন ধোকায় ছিলাম, শিরিকে ডুবন্ত ছিলাম, আমি মিথ্যা উপাস্যদের তোমার সাথে শরীক করতাম, আমি মিথ্যা উপাস্যদের সামনে আমার মাথা নত করতাম, নিজের কপাল তাদের সামনে নত করতে থাকতাম, কিন্তু হে রাব্বে কারিম! হে প্রকৃত রাব্বে কারিম! আজ আমি বুঝতে পেরেছি সেগুলো সব মিথ্যা ছিলো, হে আল্লাহ পাক! আজ আমি তোমার সামনে মাথা নত করছি, তোমার সামনে উপস্থিত হচ্ছিযেন ঐ বাদশাহ নিজের ঐ আমল দ্বারা এটাই বলছে لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك (আমি উপস্থিত, হে আল্লাহ ! আমি উপস্থিত) আমি শিরিককে বর্জন করছি, আমি কুফরীকে বর্জন করছি আর আমি আমার সকল বাতিল