Ya ALLAH Mein Hazir Hon

Book Name:Ya ALLAH Mein Hazir Hon

হাশরের ময়দানে لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك এর প্রভাব

    হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন তাওরাত শরীফ (যেটা আসমানি কিতাব, মুসা عَلَیْہِ السَّلَام এর উপর নাজিল হয়েছিলো এই কিতাবে) লিখা আছে: আল্লাহ পাক কিয়ামতের দিন তাঁর ৭ লক্ষ নৈকট্য পূর্ন ফেরেস্তাদের স্বর্ণের শিকল দিবেন এবং হুকুম দিবেন যে, এই শিকল গুলো দিয়ে কাবা শরীফকে হাশরের ময়দানে নিয়ে আসোফেরেস্তারা যাবেন ঐ স্বর্ণের শিকল দিয়ে কাবাকে বাঁধবেন, অতঃপর একজন ফেরেস্তা আহবান করে বলবেন, হে কাবা! চলো.....! ! কাবা শরীফ বলবে: আমি যাবো না যতক্ষন না আমার প্রার্থনা পূরন করা হয়আসমান থেকে একজন ফেরেস্তা আহবান করবেন, হে কাবা! প্রার্থনা করো তোমার প্রার্থনা পূরণ করা হবেএবার কাবা শরীফ আল্লাহ পাকের দরবারে আরজ করবে: হে আল্লাহ পাক! আমার আশে পাশে দাফন হওয়া মূমিনের পক্ষে আমার সুপারিশ কবুল করুনআওয়াজ আসবে আমি তোমার আবেদন কবুল করেছি (অর্থাৎ তোমার আশেপাশে যে সকল মূমিন দাফন হয়েছে তাদের সকলের জন্য তোমার সুপারিশ কবুল করা হলো) অতঃপর মক্কা মুকাররমায় যত মূমিন দাফন হয়েছে তাদের সবাইকে উঠানো হবে তাদের চেহেরা শুভ্র উজ্বল হবে, তারা সবাই ইহরাম পরিহিত অবস্থায় কাবার চারপাশে একত্রিত হয়ে যাবে এবং তাদের সবার মুখে একটাই বাক্য হবে لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك (আমি উপস্থিত, হে আল্লাহ! আমি উপস্থিত) এখন ফেরেস্তা কাবা শরীফকে বলবে হে কাবা! এবার চলো.....! এখন তো তোমার প্রার্থনা পূরণ করা হয়েছে, কাবা শরীফ বলবে: আমি যাবো না যতক্ষন না আমার আবেদন কবুল করা হয়আসমান থেকে একজন ফেরেস্তা আহবান করে বলবে, তুমি চাও তোমাকে দেওয়া হবেকাবা শরীফ বলবে, হে আল্লাহ পাক! তোমার গুনাহগার বান্দা যারা দূর দূরান্ত থেকে ধূলিময় হয়ে আমার নিকট এসেছে, তারা তাদের পরিবার পরিজন আত্নীয়স্বজনকে ছেড়েছে, অনুসরন করেছে এবং তোমার হুকুমের উপর আমল করে আমার যিয়ারতের আকাঙ্কায় এসেছে এবং হজ্ব করেছেহে রাব্বে করীম! আমি তোমার কাছে প্রার্থনা করছি ঐ সকল হাজ্বিদের পক্ষেও আমার সুপারিশ কবুল করো তাদেরকে কিয়ামতের ভয়াবহতা থেকে নিরাপত্তা দান করো এবং তাদেরকে আমার পাশে জমা করে দাও