Ya ALLAH Mein Hazir Hon

Book Name:Ya ALLAH Mein Hazir Hon

আল্লাহ পাক ইরশাদ করবেন: হে কাবা! আমি তাদের পক্ষে তোমার সুপারিশ কবুল করেছিএখন ফেরেস্তা ঘোষনা করবেন যারা কাবার যিয়ারত করেছো তারা আলাদা হয়ে যাও, এই ঘোষনা শুনে হাশরবাসিদের মধ্যে হতে সকল লোক যারা কাবার যিয়ারত করেছে, যারা হজ্ব করেছে বা ওমরা করার সৌভাগ্য অর্জন করেছে তারা সবাই আলাদা হয়ে কাবার চারপাশে একত্রিত হয়ে যাবে, তাদের চেহেরা শুভ্র হবে এবং জাহান্নাম থেকে নির্ভয় হয়ে কাবা শরীফের তাওয়াফ করবেতাদের মুখে একটাই বাক্য থাকবে لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك (আমি উপস্থিত, হে আল্লাহ! আমি উপস্থিত) অতঃপর ফেরেস্তা আহবান করবেন হে কাবা! এখনতো তোমার প্রার্থনা পূরণ হয়ে গেলো এবারতো চলো...এবার কাবা তালবিয়া পাঠ করবে (অর্থাত কাবা শরীফ বলবে لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك আমি উপস্থিত, হে আল্লাহ! আমি উপস্থিত) অতঃপর কাবা শরীফকে এমন মর্যাদায় নিয়ে যাওয়া হবে যে, দুনিয়াতে কাবার যিয়ারতকারীরা তার চর্তুপাশে তাওয়াফ করছে এবং তাদের মুখে এই বাক্য হবে আমি উপস্থিত, لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك (আমি উপস্থিত, হে আল্লাহ! আমি উপস্থিত) (আর রাউদুল ফায়িক, পৃঃ৪৮)

    প্রিয় ইসলামী বোনেরা! গভীর চিন্তা করুন! لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك পড়ার কেমন বরকত, হাশরের ময়দান ৫০ হাজার বছরের দিন, তামার উত্তপ্ত ভূমি, একশত মাইল উপর থেকে আগুন বর্ষনকারী সূর্য্য, জাহান্নাম সামনে, জান্নাত সামনে, পুলসিরাত লাগিয়ে দেওয়া হবে, মোকাবেলা করাটা কঠিন হবে, আমলনামা ওজন করা হবে, সময় কাবা শরীফ যিয়ারতকারীরা, কাবার তাওয়াফের সৌভাগ্যলাভ কারীরা, لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك এর ধ্বনি প্রতিধ্বনিতকারীরা কিয়ামতের ময়দানে এই মর্যদায় আসবে যে, কাবা শরীফ তাদের সাথে থাকবেএই সৌভাগ্যশালীরা কাবার তাওয়াফে মগ্ন থাকবে এবং খুব আন্দোলিত হয়ে لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك এর ধ্বনি প্রতিধ্বনিত করবে

    আল্লাহ করীম আমাদেরকেও কাবা শরীফ যিয়ারত করার তাওফীক দান করুন, আমাদেরও যেন হজ্বের সৌভাগ্য হয়ওমরা করার, সাফা মারওয়া সাঈ করার, মিনা ও আরাফাতে অবস্থান করার তাওফীক যেন হয়হায়! আমরাও যেন আন্দোলিত হয়ে لَبَّيْك