Book Name:Zoq e Ramzan Barqarar Rakhy
নেক আমল নাম্বার ২৪ এর প্রতি উৎসাহ:
প্রিয় ইসলামী ভাইয়েরা! নেককার হতে, গুনাহ থেকে বেঁচে থাকতে এবং সেটার মাধ্যমে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার জন্য দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন, যেলি হালকার ১২ দ্বীনি কাজের মধ্যে অংশগ্রহন করুন। শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর দেয়া উপহার ৭২ নেক আমল নামক পুস্তিকাটি পূরণ করার অভ্যাস করে নিন। এই “৭২ নেক আামল” এর মধ্য থেকে একটি নেক আমল হলো ২৪ নাম্বার তা হলো: আপনি আজ কমপক্ষে একটি দ্বীনি দরস (মসজিদ, দোকান, বাজার ইত্যাদিতে যেখানেই সুযোগ হয়েছে) দিয়েছেন বা শুনেছেন? اِنْ شَآءَ الله এই নেক আমলের উপর আমল করার বরকতে নামাযের প্রতি যত্নশীল হওয়া নসীব হবে, মসজিদের সাথে সম্পর্ক সৃষ্টি হবে যেমনিভাবে রমযানের মধ্যে সৃষ্টি হয়েছে, ইলমে দ্বীন বৃদ্ধি পাবে এমনকি গুনাহ থেকে বেঁচে থাকতে ও নেকী করার মানসিকতা সৃষ্টি হবে। আপনারা সকল আশিকানে রাসূল মাদানী কাফেলায় সফর করুন এবং নেক আমলের রিসালা পূরণ (ঋরষষ) করে প্রত্যেক মাসের শুরুতে নিজের যিম্মাদেরকে জমা করানোর অভ্যাস করুন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তাওফিক দান করুক। اٰمِين
اَلْحَمْدُ لِلّٰه দা’ওয়াতে ইসলামী নেকীর দাওয়াত ব্যাপক ভাবে ছড়িয়ে দেয়ার জন্য ৮০টির চেয়েও অধিক বিভাগে কাজ করে যাচ্ছে, এগুলোর মধ্য হতে একটি বিভাগ হলো “আয়িম্মায়ে মাসাজিদ” যেটা মসজিদ আবাদের জন্য ইমাম ও মুয়াজ্জিনদের নিয়োগের কাজ করে থাকে এবং তাদের খিদমত করার লক্ষ্যে উপযুক্ত বেতনও নির্ধারণ করে থাকে, যাতে এই ইসলামী ভাইয়েরা পারিবারিক পেরেশানী থেকে মুক্ত হয়ে খুব বেশি বেশি নেকীর