Book Name:Zoq e Ramzan Barqarar Rakhy
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আল বিদা আল বিদা মাহে রমযান...!!
প্রিয়
ইসলামী ভাইয়েরা! কিছু দিন পূর্বেরই কথা, আশিকানে রমযান অপেক্ষায় ছিলো যে, রমযানুল মুবারক আগমন করবে * রমযানুল
মুবারকের প্রস্তুতি নেয়া হচ্ছিলো *
প্রস্তুতকারী নিজের নেক আমলের রুটিন প্রস্তুত করছিলো * রমযানুল
মোবারক কিভাবে অতিবাহিত করতে হবে? এটার জন্য আগাম লক্ষ্য নির্ধারণ করা হচ্ছিলো * আশিকানে
রমযানের মনে ব্যাকুলতা ছিলো *
অতঃপর আল্লাহ পাকের দয়ায়, তাঁর অনুগ্রহে একটি দিন আসলো * আত্মাকে
শীতলকারী একটি আওয়াজ কানে আসলো: মুবারক হোক! মাহে রমযানের চাঁদ দেখা গিয়েছে * এই
সংবাদটি শুনতেই হৃদয় খুশিতে মেতে উঠলো
*
মসজিদ সমূহে বাহার এসে গেলো * তিলাওয়াতের
আগ্রহী ব্যক্তিরা তিলাওয়াতে ব্যস্ত হয়ে গেলো * সাহরী
ও ইফতারের শোভা বয়তে লাগলো *
দেখতে দেখতেই রহমতের দশদিন তার বরকত ছড়িয়ে দিয়ে তাশরিফ আনলো * এরপর
মাগফিরাতের