Book Name:Zoq e Ramzan Barqarar Rakhy
সিরাতুল জিনান পড়ার ও এপ্লিক্যাশন ব্যবহার করার প্রতি উৎসাহ
হে আশিকানের রাসূল! আজকাল টেকনোলোজির যুগ, প্রায় প্রত্যেকজনের হাতে এন্ড্রোরেট বা আইফোন মোবাইল তো থাকেই, اَلْحَمْدُ لِلّٰه দা’ওয়াতে ইসলামী আমাদেরকে মোবাইলের মাধ্যমেও ইলমে দ্বীন শিখার ও নেকীর দা’ওয়াত দেয়ার ব্যবস্থা করে থাকে। উদাহরণ স্বরূপ দা’ওয়াতে ইসলামীর আইটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি মোবাইল এপ্লিক্যাশন চালু করা হয়েছে, যেটার নাম: Quran with Tafseer (আল কুরআন তাফসীরসহ)। এই এপ্লিক্যাশনটি Android এবং IOS উভয় ডিভাইস থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবে, এই এপ্লিক্যাশনে * পরিপূর্ণ কুরআনে করীম * আ’লা হযরত, আক্বায়ে নিয়ামত, ইমামে আহলে সুন্নাত, ইমাম আহমদ রযা খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর লিখিত কুরআনের অনুবাদ কানযুল ঈমান * বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী অত্যন্ত সহজ অনুবাদ, তরজুমায়ে কানযুল ইরফান এবং * সহজ সাবলীল ভাষায় লিখা হয়েছে, উর্দু ভাষায় সবচেয়ে আধুনিক (Latest) তাফসীর হলো সিরাতুল জিনান। আপনি যেখানে থাকেন না কেন এই এপ্লিক্যাশনের সাহায্যে কুরআনে করীম অনবুাদ ও ব্যাখ্যা সহকারে খুবই সহজে বুঝতেও পারবেন এবং সাথে সাথে কুরআনের আয়াতগুলো, অনুবাদ ও ব্যাখ্যাকে হোয়াটসঅ্যাপ, ফেইসবুক ইত্যাদিতে নিজের বন্ধুদের শিয়ারও করতে পারবেন। প্রথমে play store থেকে এই এপ্লিক্যাশনটি আপনার মোবাইলে ইনস্টল করে নিন, ইলমে দ্বীন শিখুন এবং অন্যের নিকট পৌঁছিয়ে দিয়ে নেকীর দা’ওয়াতের সাড়া জাগিয়ে দেয়ার সাওয়াব অর্জন করুন।