Book Name:Zoq e Ramzan Barqarar Rakhy
বেশি বেশি চেষ্টা করা। এজন্য যদি আমরা রমযানের স্পৃহা অব্যাহত রাখতে চায় তবে আমাদের উপর আবশ্যক যে আমরা মাহে রমযানের পরও যেন কুরআনে করীম পাঠ করি, সেটাকে বুঝা এবং সেটার সাথে নিজের সম্পর্ক মযবুত রাখি। যদি আমরা রমযানের পরও নিজের সম্পর্ক মযবুত রাখতে সফল হয়ে যায় তবে আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে আশা করা যায় যে اِنْ شَآءَ الله রমযানের স্পৃহাও অব্যাহত থাকবে, নেকীর সামর্থ্যও মিলতে থাকবে, অন্তরও আলোকিত হবে এবং নফসে আম্মারার সংশোধনের মাধ্যমও হতে থাকবে, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তাওফিক দান করুক। اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
হে আশিকানে রাসূল! দা’ওয়াতে ইসলামীর অধীনে দেশে ও বহিঃবিশ্বে পরিচালিত জামেয়াতুল মদীনার মধ্য হতে নিকটবর্তী যেকোন জামেয়াতুল মদীনায় ভর্তি হয়ে যান, রমযানুল মুবারকের পরও اِنْ شَآءَ الله দরসে নিযামীর নতুন ক্লাস শুরু হবে, জামেয়াতুল মদীনার ভর্তি শুরু হয়েছে, সাহস করুন, জামেয়াতুল মদীনায় ভর্তি হয়ে যান, দরসে নিযামী অর্থাৎ আলিম কোর্স করে নিন, কুরআন মজিদও বুঝে আসবে, এটার পাশাপাশি বুখারী শরীফ, মুসলিম শরীফ, ফাতাওয়ায়ে শামী, ইহয়াউল উলুম, ফাতাওয়ায়ে রযবীয়া শরীফ ইত্যাদি ইলমে দ্বীনের বড় বড় কিতাবাদির পাঠকারী হয়ে যাবেন শুধুমাত্র তাই না বরং অপরকেও শিক্ষাদানকারী হয়ে যাবেন। দরসে নিযামী অর্থাৎ আলিম কোর্স ৮ বছরের কোর্স, যদি এতোটুকু সময় দিতে না পারেন, ব্যস্ততা থাকে, পারিবারিক সমস্যা হয় তবে কোন বিষয় না, অনলাইন জামেয়াতুল মদীনায় ভর্তি হয়ে যান, ঘরে বসেই দরসে নিযামী করুন,আল্লাহ পাক আমল করার সামর্থ্য দান করুক। اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم