Zoq e Ramzan Barqarar Rakhy

Book Name:Zoq e Ramzan Barqarar Rakhy

স্বপ্নে দেখে যে তার মুখ থেকে সাঁপ বের হলো তাহলে সেটার ব্যাখ্যা হলো বান্দার মুখ থেকে এমন শব্দ বের হয়েছে, যেটা তার জন্য জীবনের হুমকি হয়ে যাবে (তাবির রুইয়া: পৃষ্ঠা: ৪১৪)

    اَلله !اَلله! হে আশিকানে রাসূল! অনুমান করুন! সাঁপ হলো বিষাক্ত প্রাণি, তেমনিভাবে আমাদের মুখও ভয়ংকর অঙ্গ, মুখকে ৩২টি দাঁতের পাহারার মধ্যে রাখা হয়েছে, তা সত্বেও সে নিয়ন্ত্রণে থাকে না, যখন এই বিষ ছড়িয়ে পড়ে তখন শুধুমাত্র প্রাণই নয় বরং অনেক সময় ঈমানেরও কঠিন ক্ষতি সাধন করে

একটি ভুল শব্দের ক্ষতি

    আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: লোক (নেকী করতে গিয়ে) জান্নাতের নিকটবর্তী হয়ে যায়, খুবই নিকটবর্তী হয়ে যায়, এই পর্যন্ত যে তার এবং জান্নাতের মধ্যবর্তী এক গজ দূরত্ব রয়ে যায়, অতঃপর বান্দা তার মুখ দিয়ে এমন একটি শব্দ বের করে, যেটার কারণে তাকে জান্নাত থেকে দূর করে দেয়া হয়

(মুসনদে ইমাম আহমদ, খন্ড: ৪৬৯, হাদীস: ২৩৮৪৩)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! মুখ কেমন ভয়ংকর জিনিস, আল্লাহ পাক আমাদেরকে মুখের হেফাযত নসীব করুক, নফসে আম্মারার সংশোধনের জন্য প্রথম হাতিয়ার যেটা প্রয়োজন সেটা হলো: নিরবতার হাতিয়ার, নিরবতা অবলম্বন করুন, মুখের সঠিক ব্যবহার করুন, বলার পূর্বে চিন্তা করার অভ্যাস করুন, اِنْ شَآءَ الله নফসে আম্মারার সংশোধন হবে এবং রমযানের স্পৃহা অব্যাহত থাকবে

ক্ষুধার ফযীলত

    প্রিয় ইসলামী ভাইয়েরা! নফসে আম্মারার সংশোধনের জন্য দ্বিতীয় হাতিয়ার হলো: شمشیرِ (অর্থাৎ ক্ষুধার তলোওয়ার। ইমাম