Zoq e Ramzan Barqarar Rakhy

Book Name:Zoq e Ramzan Barqarar Rakhy

দাওয়াতের সাড়া জাগাতে থাকেন মসজিদসমূহ আবাদ করার ক্ষেত্রে ইমাম মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত ওলামায়ে কিরাম, ফজরের নামাযের জন্য ঘুম থেকে ডেকে দেয়া, একক প্রচেষ্টার মাধ্যমে জামাআত সহকারে নামায আদায়ের প্রতি তাকিদ, ফয়যানে সুন্নাতের দরস, ফজরের নামাযের পর তাফসীর শুনার হালকায় অংশ গ্রহণ এবং সুন্নাতের প্রশিক্ষণ দেয়ার জন্য আশিকানে রাসূলের মাদানী কাফেলার বরকতে মসজিদসমূহ আবাদ রাখেন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে মসজিদের সাথে ভালোবাসা পোষণ করে, আল্লাহ পাক তাকে ভালোবাসেন (মুজাম আওসাত, /৪০০ পৃষ্ঠা, হাদীস: ৬৩৮৩) হযরত আল্লামা আব্দুর রউফ মুনাব্বী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: মসজিদের প্রতি ভালোবাসা, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাতে ইতিকাফ করা, নামায,আল্লাহ পাকের যিকির এবং শরয়ী মাসআলা শিখা শিখানোর জন্য বসে থাকার অভ্যাস করা এবং আল্লাহ পাকের বান্দার সাথে ভালোবাসা পোষণ করা এরকম যে, আল্লাহ পাক তাকে নিজের রহমতের ছায়া দান করেন এবং তাকে নিজের হেফাযতে রাখেন (ফয়যুল কাদির, /১১২ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

তাওয়াক্কুল ও অল্পতুষ্টির মাদানী ফুল

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! আস্থা ও অল্পতুষ্টির ব্যাপারে কিছু মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। প্রথমে ২টি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী লক্ষ্য করুন: (১) ইরশাদ করেন: অল্পতুষ্টি হলো কখনো শেষ না হওয়া একটি ভান্ডার। (আযযুহদুল কবির, ৮৮ পৃষ্ঠা, হাদীস: ১০৪) (২) ইরশাদ করেন: নিশ্চয় সফল হয়ে গেলো ঐ ব্যক্তি যে ইসলাম গ্রহণ করেছে এবং তাকে পর্যাপ্ত রিযিক দেয়া হলো আর আল্লাহ পাক তাকে যা কিছু দিয়েছেন