Book Name:Zoq e Ramzan Barqarar Rakhy
তার উপর অল্পতুষ্টিও দান করেছেন। (মুসলিম, ৪০৬ পৃষ্ঠা, হাদীস: ২৪২৬) * মানুষের যা কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে মিলে যায় সেটার উপর সন্তুষ্ট থেকে জীবন অতিবাহিত করার ক্ষেত্রে লোভ ও লালসা বর্জন করে দেয়াকে অল্পতুষ্টি বলে। (জান্নাতী জেওর, ১৩৬ পৃষ্ঠা) * প্রতিদিনের ব্যবহৃত জিনিস না পাওয়ার উপর রাজি থাকাটাই অল্পতুষ্টি। (আত তা’রিফাত লিল জুরজানী, ১২৬ পৃষ্ঠা) * তায়াক্কুলের তিনটি স্তর রয়েছে: (১) আল্লাহ পাকের সত্তার উপর ভরসা করা (২) তার হুকুমের সামনে নত স্বীকার করা। (৩) নিজের প্রতিটি কাজ তার উপর সোপর্দ করে দেয়া। (রিসালা কুশাইরিয়া, ২০৩ পৃষ্ঠা) * দুনিয়াবী জিনিসের উপর অল্পতুষ্টি ও ধৈর্যধারণ করা ভালো কিন্তু পরকালের বিষয়ে লোভ ও অধৈর্য উত্তম, দ্বীনের কোন মর্যাদায় পৌঁছে অল্পতুষ্টি না হয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করো। (মিরাতুল মানাজিহ, ৭/১১২ পৃষ্ঠা)
ঘোষণা
তাওয়াক্কুল ও অল্পতুষ্টির অবশিষ্ট মাদানী ফুল তরবিয়্যতি হালকায় বলা হবে সুতরাং সেগুলো জানার জন্য অবশ্যই তরবিয়্যতি হালকায় অংশগ্রহন করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ