Do Noor Wale Sahabi

Book Name:Do Noor Wale Sahabi

 

    হযরত আয়েশা সিদ্দীকা رَضِیَ اللهُ عَنْہَا থেকে বর্ণিত: কিছু লোক রমযান মাসের একদিন আগেই রোযা রাখা শুরু করে দিত তাদের সম্পর্কে এই আয়াত শরীফ অবতীর্ণ হয় এবং নির্দেশ দেওয়া হয়: তোমাদের নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم থেকে আগে বাড়ো না! (খাযিন, পারা ২৬, আয়াত , খণ্ড: , পৃ: ১৭৫)

প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন, হাকীমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আয়াত শরীফে প্রদত্ত নির্দেশ সকলের জন্য প্রযোজ্য, অর্থাৎ কোনো কথায়, কোনো কাজে রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم থেকে অগ্রবর্তী হওয়া নিষেধ যদি রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে পথে চলতে থাকেন, তবে অনুমতি ব্যতীত আগে আগে চলা নিষেধ যদি তাঁর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাথে খাবার খাওয়ার সৌভাগ্য লাভ করেন, তবে আগে শুরু করা নাজায়েয একইভাবে নিজের বুদ্ধি এবং নিজের মতকে রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মতের চেয়ে অগ্রাধিকার দেওয়া হারাম

(শানে হাবীবুর রহমান, পৃ:২২৪)

উসমান কখনও তাওয়াফ করবে না

سُبْحَانَ الله! একদিকে মক্কা মুকাররমায় হযরত উসমান গণী
رَضِیَ اللهُ عَنْہُ এর সাথে তাঁর চাচাতো ভাইয়ের এই কথোপকথন চলছিল, অন্যদিকে প্রিয় আকা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে উপস্থিত সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان পরস্পর আলোচনা করছিলেন যে, আবু আব্দুল্লাহ (অর্থাৎ উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ) কত ভাগ্যবান, তিনি তাওয়াফে কাবার সৌভাগ্য অর্জন করছেন

সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان যখন এই কথা বললেন, তখন রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: এমন নয়, উসমান যদি বছরের পর বছরও মক্কায় থাকেন, তিনি কখনও আমার আগে তাওয়াফ করবেন না (আর রিয়াদ্বুন নাদ্বরা, পৃ: ২২)

سُبْحَانَ الله! প্রিয় ইসলামী বোনেরা! কী অপূর্ব ভালবাসা! হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ মক্কা মুকাররমায় আছেন, তাকে বলা হচ্ছে: তাওয়াফ করে নিন! তিনি বলছেন: আমার প্রিয় আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আগে কখনও তাওয়াফ করব না